1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
নির্বাচন কমিশনের নতুন নির্দেশনা- রানীগঞ্জ ইউনিয়নের ভোটগ্রহণ ৩১ অক্টোবর ! - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:৫৩ অপরাহ্ন

নির্বাচন কমিশনের নতুন নির্দেশনা- রানীগঞ্জ ইউনিয়নের ভোটগ্রহণ ৩১ অক্টোবর !

  • Update Time : রবিবার, ২ অক্টোবর, ২০১৬
  • ১৩৪৪ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচনের নতুন দিনক্ষন ঠিক করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের নতুন ঘোষিত সময়সূচী অনুযায়ী আগামী ৬ অক্টোবর মনোনয়নপত্র দাখিল। ৭ অক্টোবর মনোনয়নপত্র বাছাই। ১৪ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ও ৩১ অক্টোবর সোমবার ভোট গ্রহণ। নির্বাচন কমিশনের ওয়েবসাইট এ এসংক্রান্ত নির্দেশনা দেয়া রয়েছে। নির্বাচন কমিশনের উপ-সচিব নির্বাচন পরিচালনা-২ ফরহাদ আহমদ খান ২৫ সেপ্টেম্বর সাক্ষরিত নির্দেশনায় সারাদেশের বন্ধঘোষিত ভোটকেন্দ্র ও সমভোটপ্রাপ্ত পদে পুনঃভোটগ্রহণ এবং মামলা ও অন্যবিধ জটিলতার কারণে স্থগিত ইউনিয়নে নির্বাচন ও শুন্যপদে উপ-নির্বাচন অনুষ্ঠানের জন্য সারাদেশের তালিকায় সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নাম রয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনায় বন্ধ/স্থগিত/বাতিলকরণ বিষয়ক তথ্যতে রানীগঞ্জ ইউনিয়নের কথা মামলা জনিত কারণের কথা উল্লেখ রয়েছে। এছাড়াও করণীয় কার্যক্রমে যে পযায় থেকে স্থগিত করা হয়েছিল সে পর্যায় থেকে ভোটগ্রহণ পর্যন্ত সকল কার্য়ক্রম গ্রহণ করতে হবে বলে বলা হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারোয়ার জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন,রানীগঞ্জ ইউনিয়নে নতুন করে ভোট গ্রহণ করতে সময়সূচী নির্ধারনের খবর পেয়ে বিষয়টি জেলা নির্বাচন কর্মকর্তাকে অবহিত করেছি। তিনি নির্বাচন কমিশনে যোগাযোগ করে পরবর্তী নির্দেশনা জানতে চেয়েছেন।আশা করছি দুই একদিনের মধ্যে তাদের নির্দেশনা পেলে সে মোতাবেক কাজ করব। তবে নির্বাচন কর্মকর্তা গোলাম সারোয়ার মনে করেন ভূল বশত হয়তো রানীগঞ্জ ইউনিয়নের নাম তালিকায় এসেছে। তালিকাটি সংশোধন হতে পারে। উল্লেখ্য জগন্নাথপুর উপজেলার সাতটি ইউনিয়নে ২৮ মে ষষ্টধাপে নির্বাচন হওয়ার তফসিল ঘোষনা হলে রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান আলহাজ্ব মজলুল হক এর আবেদনের প্রেক্ষিতে ২৬ মে হাইকোর্টের নির্দেশনায় নির্বাচন তিন মাসের জন্য স্থগিত হয়ে যায়। এনিয়ে সুপ্রীম কোর্টে আপীল হলে স্থগিতাদেশ প্রত্যাহার করে দ্রুত নির্বাচন দিতে নির্দেশনা দেয়া হয়। পরবর্তীতে সপ্তমধাপে ৪ জুন রানীগঞ্জ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচন বয়কট করে চেয়ারম্যান মজলুল হক আইনি লড়াই চালিয়ে যান। অপরদিকে নির্বাচনে বিজয়ী হয়ে আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম রানা ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। এ অবস্থায় নির্বাচন কমিশন নতুন করে রানীগঞ্জ ইউনিয়নের নতুন সময়সূচী ঘোষনা করায় ইউনিয়নবাসী বিস্মিত হয়ে পড়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com