1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
পলাতক পাঁচ রাজাকারের মৃত্যুদণ্ড - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:০০ অপরাহ্ন

পলাতক পাঁচ রাজাকারের মৃত্যুদণ্ড

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৯
  • ৩৩১ Time View

জগন্নাথপুর ২৪ ডেস্ক::

একাত্তরে নেত্রকোনার পূর্বধলায় অপহরণ, নির্যাতন, হত্যা ও ধর্ষণের মত মানবতাবিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে পলাতক পাঁচ আসামির ফাঁসির রায় দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ মামলার রায় ঘোষণা করে।

পলাতক এই পাঁচ আসামি হলেন- শেখ মো. আব্দুল মজিদ ওরফে মজিদ মাওলানা, মো. আব্দুল খালেক তালুকদার , মো. কবির খান, আব্দুস সালাম বেগ ও নুরউদ্দিন ।

একাত্তরে তারা নেজামে ইসলামী ও মুসলিম লীগের মত স্বাধীনতাবিরোধী দলের সদস্য হিসেবে রাজাকার বাহিনীতে যোগ দেন এবং পাকিস্তানি বাহিনীর সহযোগিতায় বিভিন্ন মানবতাবিরোধী অপরাধ ঘটান বলে উঠে এসেছে এ মামলার বিচারে।

২৪০ পৃষ্ঠার রায়ে আদালত বলেছে, আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা সাতটি অভিযোগই প্রমাণিত হয়েছে। আসামিরা সবাই পলাতক। অপরাধী বলেই তারা পালিয়ে আছে। নিরপরাধ হলে তারা বিচারের মুখোমুখি হত।

এই রায়ের এক মাসের মধ্যে সর্বোচ্চ আদালতে আপিল করার সুযোগ পাবেন আসামিরা। তবে সেজন্য তাদের আত্মসমর্পণ করতে হবে।

প্রসঙ্গত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত রায় আসা ৩৬টি মামলার ৯২ আসামির মধ্যে পাঁচজন বিচারাধীন অবস্থায় মারা গেছেন। মোট ৮৫ জনের সাজা হয়েছে, যাদের মধ্যে ৫৮ যুদ্ধাপরাধীর সর্বোচ্চ সাজার রায় এসেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com