1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
পৌর নির্বাচন জগন্নাথপুর- চারিদিকে উত্তাপ নির্বাচনী মাঠে চলছে টাকার ছড়াছড়ি - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:৫০ পূর্বাহ্ন

পৌর নির্বাচন জগন্নাথপুর- চারিদিকে উত্তাপ নির্বাচনী মাঠে চলছে টাকার ছড়াছড়ি

  • Update Time : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫
  • ৩৯৩ Time View

আলী আহমদ:: প্রবাসী অধু্ষিত জগন্নাথপুরে চারদিকে এখন নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়ছে। নির্বাচনী প্রচারনার শেষ দিন সোমবার মেয়র প্রার্থীদের পাশাপাশি সাধারন কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর প্রার্থীরা বিরাহমীন প্রচারনা চালিয়েছেন। বিজয়ী হতে প্রার্থীরা নির্বাচনী মাঠে কালো টাকা ছড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ভোটাররা জানিয়েছেন নির্বাচনী দিন ঘনিয়ে আসার সাথে সাথে প্রার্থীরা তাদের বিজয় সু-নিশ্চিত করতে প্রাথীদের মধ্যে লড়াই শুরু হবে কালো টাকা বিতরনে। বিশেষ করে পৌর এলাকার বস্তি ও কল্লোনীগুলোতে আজ মঙ্গলবার প্রার্থীর জয় নিশ্চিত করতে টাকা ছড়ানোর প্রতিযোগিতা শুরু হতে পারে। আর এ টাকা বিতরন করতে গিয়ে প্রার্থী সমর্থকদের মধ্যে অনাকাংখিত ঘটনাও ঘটতে পারে এ আশংকা করছেন সচেতন ভোটাররা। আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আব্দুল মনাফ রোববার গভীর রাতে জগন্নাথপুর প্রচারনায় গেলে এ সময় তার সমর্থক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্রর সাথে কথাকাকাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষের রূপ নিলে স্থানীয় লোকজনের হস্তক্ষেপে বিষয়টি নিস্পত্তি হয়। খবর রটে য়ায় টাকা বিতরণ করা নিয়ে এ ঘটনা ঘটেছে। তবে এ টাকা বিতরনের অভিযোগ অস্বীকার করেছেন প্রার্থী আবদুল মনাফ ও জয়দ্বীপ সুত্রধর। দুইজনেই জানিয়েছেন এটা তাদের বিরুদ্ধে অপপ্রচার, নির্বাচনী প্রচারনা নিয়ে উভয় মধ্যে মত বিরোধ হয়েছে। এদিকে ভোটাররা জানিয়েছেন নির্বাচনী দিন ঘনিয়ে আসার সাথে সাথে বিজয় সু-নিশ্চিত করতে টাকা বিতরনে প্রার্থীদের মধ্যে লড়াই শুরু হবে। বিশেষ করে পৌর এলাকায় বস্তি কল্লোনীগুলোতে টাকা ছড়ানোর প্রতিযোগিতায় মেতে উঠতে পারেন প্রার্থীরা। আর টাকা বিতরন করতে গিয়ে প্রার্থী সমর্থকদের মধ্যে অনাকাংখিত ঘটনাও ঘটতে পারে এমন আশংকা করছেন সচেতন ভোটাররা। একইভাবে প্রচারনার শেষ মুহুতে আওয়ামীলীগ প্রাথী আব্দুল মনাফকে বাধা প্রদান করেছেন স্বতন্ত্র প্রাথীর সমর্থকরা এমন অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদশীরা জানান, ভবেরবাজারে স্বতন্ত্র প্রাথী নুরুল করিমের লোকজন আওয়ামীলীগ প্রাথী ও সমর্থকদের সাথে দুব্যবহার করেন। জানা যায়, এবারের পৌরসভা নির্বাচনে তিন জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তারা হলেন, আওয়ামীলীগ মনোনিত মেয়র প্রার্থী আবদুল মনাফ (নৌকা), বিএনপি মনোনিত মেয়র প্রার্থী রাজু আহমদ (ধানের শীষ), ও স্বতন্ত্র প্রার্থী শাহ নুরুল করিম (জগ)। এছাড়া সাধারন কাউন্সিলর পদে ৩৪ জন ও মহিলা সংরক্ষিত পদে ১০ জন প্রার্থীরা প্রতিদ্বদ্বীতা করছেন। নির্বাচনী অংশ নেয়া সকল প্রার্থীই উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট ভিক্ষা যাচ্ছেন। পাশাপাশি উড়াচ্ছে টাকা। মেয়রপদে তিন লন্ডনী প্রাথী রাজু, মনাফ,নুরুল করিম টাকার হিসেবে কেউ কারো চেয়ে কম নন। তাই তাদের সবার পক্ষেই উঠছে টাকা এমন অভিযোগ রয়েছে তিন মেয়রপ্রাথীর বিরুদ্ধে। সব কিছু মিলিয়ে হিসাব নিকাশ শুরু হয়েছে ‘কে হচ্ছেন আগামী পৌরসভার মেয়র’। এ নিয়ে সর্বত্র আলোচনার ঝড় বইছে।
আওয়ামীলীগ ও বিএনপির মনোনিত প্রার্থীর পক্ষে কেন্দ্রীয় নেতারা প্রচার প্রচারনা গংসংযোগ সভায় অংশ নেন। তাদের প্রচার প্রচারনায় দলীয় নেতাকর্মীদের কিছুটা ঐক্যবদ্ধ করলেও প্রভাব পড়েনি সাধারন ভোটারদের মধ্যে। র্দীঘ ধরেও আওয়ামীলী ও বিএনপির মধ্যে বিরোধ চলে আসছিল। মেয়র পদে মনোনিত নিয়ে ফের বিরোধ দেখা দেয়। কেন্দ্রেয় সিদ্ধান্ত মেনে নিয়ে আইওয়াশ হিসেবে আওয়ামীলীগ ও বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীরা নির্বাচনী মাঠে স্ব স্ব প্রার্থীর প্রচারনা অংশ নিলেও এটা কে অনেকেই আইওয়াশ হিসেবে দেখছেন। স্থানীয় পৌর ও উপজেলা আওয়ামীলীগ ও জেলা আওয়ামীলীগ তৃনমূল নেতাকর্মী নিয়ে মতামত নিয়ে পৌর মেয়র পদে জগন্নাথপুরের প্রথম নির্বাচিত পৌর চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মরহুম হারুন রশীদ হিরন মিয়ার পুত্র সাবেক পৌর চেয়ারম্যান মিজানুর রশীদ এর নাম কেন্দ্রে পাঠানো হয়। কিন্তু কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্বাচনী র্বোড সাবেক পৌর মেয়র আবদুল মনাফ কে দলীয় প্রার্থী হিসেবে মনোনিত করেন। অনুরূপভাবে উপজেলা বিএনপির সাবেক সভাপতি বর্তমান পৌর মেয়র আক্তার হোসেনের গ্রুপ বিএনপি নেতা আবিবুল বারী আয়হানের নাম মেয়র পদে কেন্দ্রে পাঠানো হয়। অপর দিকে উপজেলা বিএনপির আহবায়ক কর্নেল অবঃ সৈয়দ আলী আহমদের সমর্থকরা প্রবাসী বিএনপি নেতা রাজু আহমদের নাম প্রস্তাব করেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাচন বোর্ড রাজু আহমদের দলীয় মনোনিত করেন। এ নিয়ে নির্বাচনের প্রথম দিকে আওয়ামীলী ও বিএনপির মনোনিত প্রাথীর পক্ষে প্রচারনা অংশ নেন নি বিদ্যমান নেতাকর্মীরা। শেষ দিকে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে প্রচারনা নামেন উভয় দলের নেতাকর্মীরা।১৯৯৯ সালে জগন্নাথপুর সদর ইউনিয়নকে পৌরসভায় রূপান্তরিত করা হয়। ২০০০ সালে পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হলে হারুনুর রশীদ হিরন মিয়া পৌর মেয়র নির্বাচিত হন। একমাসের মধ্যে তিনি মৃত্যু বরণ করলে উপ-নির্বাচনে তাঁরপুত্র মিজানুর রশীদ চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তী নির্বাচনে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মনাফ ও সর্বশেষ গত নির্বাচনে উপজেলা বিএনপি সভাপতি আক্তার হোসেন মেয়র নির্বাচিত হন। এবাবের নির্বাচনে শেষ মুহুর্তে নৌকা ও ধানের শীষের মধ্যে লড়াই হবে বলে এলাকাবাসী মনে করছেন।
২২ বর্গ কিলোমিটার আয়তনের জগন্নাথপুর পৌরসভা ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত। ভোটার সংখ্যা ২৪ হাজার ৫ শত৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৪ শত ৬৩ আর মহিলা ভোটার ১২ হাজার ১শত ৩৫। মোট ভোট কেন্দ্র ১১টি। এর মধ্যে ৫টি কেন্দ্র ঝুকিপূর্ন হিসেবে প্রশাসন চিহ্নিত করেছে। ঝুঁকিপুন কেন্দ্র গুলো হচ্ছে লুদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি আর্দাশ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইকড়ছই সিনিয়র আলিম মাদ্রাস।
জগন্নাথপুরের ইউএনও ও রির্টানিং অফিসার মোহাম্মদ হুমায়ুন কবীর জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, আসন্ন পৌর নির্বাচন অবাধ, নিরেপক্ষ ও সুষ্টু ভাবে সম্পন্ন করার লক্ষ্য ইতিমধ্যে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। আজ থেকে প্রতিটি কেন্দ্রে সংশ্লিষ্ট দায়িত্বশীলরা দায়িত্ব পালন করবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com