1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
ফেসবুকে গুজব ছড়ানোর অভিয়োগে গৃহবধু গ্রেফতার - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:২৮ পূর্বাহ্ন

ফেসবুকে গুজব ছড়ানোর অভিয়োগে গৃহবধু গ্রেফতার

  • Update Time : শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮
  • ৩১২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::নিরাপদ সড়ক আন্দোলন চলাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে এক গৃহবধূকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। বৃহস্পতিবার রাত পৌন এগারোটার দিকে ফারিয়া মাহজাবিন (২৮) নামের ওই গৃহবধূকে আটক করা হয়। মাহজাবিন ধানমন্ডির হাজী আফসার উদ্দিন রোডের বাসিন্দা। র‌্যাবের মিডিয়া এন্ড লিগ্যাল উইংয়ের সহকারী পরিচালক ও সিনিয়র এএসপি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ফারিয়াকে র‌্যাব-২ এর কার্যালয়ে রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।
র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারিয়া আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে তার মোবাইলের মাধ্যমে ফেসবুকে মিথ্যা ও উস্কানিমূলক পোস্ট শেয়ারের কথা স্বীকার করেছেন; যা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়েেেছ। র‌্যাব আরও দাবি করেছে, অভিযুক্ত নারী আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশের নামে মিথ্যা ও সাজানো ছবি ফেসবুকে শেয়ার করেছেন। র‌্যাব তার মোবাইল ফোন, ফেসবুক প্রোফাইলের প্রিন্ট কপি ও একটি অডিও ক্লিপ জব্দ করেছে।
সুত্র মানব জমিন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com