1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
বন্ধুক ঠেকিয়ে বিয়ে, দেশে ফিরলেন সেই মেয়ে - জগন্নাথপুর টুয়েন্টিফোর
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৬:৩০ অপরাহ্ন

বন্ধুক ঠেকিয়ে বিয়ে, দেশে ফিরলেন সেই মেয়ে

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭
  • ২৭৪ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: পাকিস্তানে ঘুরতে গেলে ভারতীয় ডাক্তার তরুণী উজমাকে জোর করে বিয়ে করেছিলেন তার পাকিস্তানি বন্ধু তাহির আলি। অবশেষে সেই উজমা বিভিন্ন আইনি জটিলতা মোকাবেলা শেষে পাকিস্তান থেকে বৃহস্পতিবার সকালে নিজ দেশ ভারতে ফিরেছেন।

ওয়াগাহ সীমান্ত দিয়ে পাকিস্তানির নিরাপত্তা বাহিনী উজমাকে নিরাপদে ভারতে পৌঁছে দেয়। ভারতে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ টুইট করে তরুণী উজমার দেশে ফেরাকে স্বাগত জানিয়েছেন। টুইট বার্তায় তিনি লিখেছেন, তোমাকে যেসব পরিস্থিতির মধ্যদিয়ে যেতে হয়েছে এজন্য আমি দুঃখিত।

গত ১ মে ডাক্তার তরুণী উজমা প্রতিবেশী দেশ ভারতে গিয়েছিলেন সেই দেশ ঘুরে দেখবেন বলে। একজন বন্ধুও ছিলেন সে দেশে। কিন্তু তিনি ভাবতেও পারেননি, সেই বন্ধুই সুযোগ বুঝে তার মাথায় বন্দুক ঠেকিয়ে জোর করে তাকে বিয়ে করে বসবে।

পরে পাকিস্তানে ম্যাজিস্ট্রেটের সামনে নিজের অভিযোগ নথিভুক্ত করানোর সময় তিনি বলেন, পরিচিত পাকিস্তানি যুবক তাহির আলি তার মাথায় বন্দুক ঠেকিয়ে ইচ্ছার বিরুদ্ধে তাকে বিয়ে করেছেন।

দিল্লির বাসিন্দা উজমা বছর দুয়েক আগে মালয়েশিয়ায় যান কর্মসূত্রে। সেখানেই তাহিরের সঙ্গে আলাপ হয় তার।

উজমার অভিযোগ, তাহির নিজের প্রকৃত পরিচয় গোপন করে তার সঙ্গে আলাপ জমায়। তাহির বাস্তবে স্কুলের গণ্ডিও পার হতে পারেননি। মালয়েশিয়ায় শ্রমিকের কাজ করতেন। আগে বিয়েও করেন একবার।

চার সন্তানের পিতা তিনি। এই সমস্ত তথ্য গোপন রেখেছিলেন তাহির।

উজমার ভাষ্যমতে, উদ্দেশ্য ছিল পাকিস্তান ঘুরে দেখা এবং পুরনো বন্ধুর সঙ্গে দেখা করা। কিন্তু তিনি সেদেশে পা রাখার পর ইসলামাবাদের কাছাকাছি খাইবার পাখতুনওয়ালার বাসিন্দা তাহিরের সঙ্গে সাক্ষাতের পরিণাম হয় ভয়াবহ।

স্থানীয় আদালতে উজমা জানিয়েছিলেন, গত ৩ মে তাহির তার মাথায় বন্দুক ঠেকিয়ে ইচ্ছার বিরুদ্ধে তাকে বিয়ে করেন। শু‌ধু তাই নয়, বিয়ের পর তাকে ধর্ষণও করেন তাহির।

ভীত উজমা দিল্লিতে তার ভাইকে ফোন করেন সাহায্যের জন্য। উজমার ভাই তাকে পরামর্শ দেন, যে ভাবেই হোক ভারতীয় হাইকমিশনে আশ্রয় নিতে। এরপর ৫ মে তাহিরকে নিয়ে উজমা যান ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে। তাহিরকে বাইরে অপেক্ষা করতে বলে উজমা চলে যান ভেতরে। তারপর ভারতীয় দূতাবাসের কর্মীদের গোটা বিষয়টি খুলে বলেন। তারা উজমাকে দূতাবাসের একটি ঘরে লুকিয়ে রাখেন।

এদিকে ঘণ্টা দুয়েক অপেক্ষার পর তাহির দূতাবাসের কর্মীদের কাছে উজমার খোঁজখবর নিতে শুরু করেন। হাইকমিশন কর্মীরা তখন তাহিরকে বলেন, উজমা সেখানে নেই।

এরপর উজমার নামে একটি নিরুদ্দেশ ডায়েরি করেন তাহির। ৮ মে ইসলামাবাদের একটি আদালত সংশ্লিষ্ট সমস্ত পক্ষকে ম্যাজিস্ট্রেটের সামনে নিজেদের অবস্থান স্পষ্ট করার নির্দেশ দেন। সেখানেই নিজের অভিযোগের কথা বলেন উজমা। অবশেষে বিভিন্ন আইনি প্রক্রিয়া শেষ করে প্রায় ২৫ দিন পর উজমা তার দেশে ফিরলেন।

সূত্র: এনডিটিভি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com