1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
বাংলাদেশের উন্নয়নে আগের মতোই পাশে থাকার অঙ্গীকার করল জাইকা - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:৪৭ অপরাহ্ন

বাংলাদেশের উন্নয়নে আগের মতোই পাশে থাকার অঙ্গীকার করল জাইকা

  • Update Time : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০১৬
  • ৩৩৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: বাংলাদেশের উন্নয়নে আগের মতোই পাশে থাকার অঙ্গীকার করেছেন জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি- জাইকা।
বুধবার জাইকার ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ অঙ্গীকার ব্যক্ত করেন সংস্থাটির প্রেসিডেন্ট শিনিচি কিতাওকা।
এতে তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নে অবদান রাখতে আমরা দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।
শিনিচি কিতাওকা বলেন, হতাহত জাপানি নাগরিকরা শুধু বাংলাদেশে জরিপ করতেই আসেননি। তারা উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নেও অবদান রেখেছিলেন।
বিবৃতিতে হতাহতদের পরিবারের সদস্যদের পাশে থাকার ঘোষণা দিয়ে তিনি বলেন, গুলশান হামলার পরিপ্রেক্ষিতে জাইকা কর্মীদের কর্মস্থল সম্পর্কে বিস্তারিত খোঁজ নেয়া এবং কর্মীদের নিরাপত্তা প্রদানই এ মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে।
বিবৃতিতে অপর সন্ত্রাসী হামলায় বাংলাদেশের উত্তরাঞ্চলে এক জাপানি নাগরিকের মৃত্যুর ঘটনায় জাইকা কর্মীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা সত্ত্বেও জাইকা কর্মীদের হতাহত হওয়ার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন জাইকা প্রেসিডেন্ট।
উল্লেখ্য, গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় বন্দুকধারীরা দেশী-বিদেশী নাগরিকদের জিম্মি করে ২০ জনকে গলাকেটে হত্যা করে। এদের মধ্যে ৭ জাপানি নাগরিক ছিলেন, যারা জাইকার তরফে বাংলাদেশের মেট্রোরেল প্রকল্পের সমীক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন। এ ছাড়া আহত অপর এক জাপানি নাগরিককে জীবিত উদ্ধার করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com