1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
মাথা গোজাঁর ঠাঁই নেই জগন্নাথপুরের মুক্তিযোদ্ধা কৃপেশ দাশের - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:১২ অপরাহ্ন

মাথা গোজাঁর ঠাঁই নেই জগন্নাথপুরের মুক্তিযোদ্ধা কৃপেশ দাশের

  • Update Time : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০১৬
  • ২৪৬ Time View

স্টাফ রিপোর্টার:: দেশ স্বাধীনতার এত বছর পরও একটু মাথা গোঁজার ঠাই হয়নি জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের মেঘারকান্দি গ্রামের বীর মুক্তিযোদ্ধা কৃপেশ চন্দ্র দাশের। ভাড়াবাসায় শয্যাশায়ী কৃপেশ স্বাধীন দেশে নিজগৃহে শেষ নিঃশ্বাস ত্যাগ করার শেষ ইচ্ছে পোষন করে শুধু আক্ষেপ করছেন। সম্প্রতি মেঘারকান্দি এলাকায় এক ভাড়াবাসায় জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম এর সাথে কথা হয় মুক্তিযোদ্ধা কৃপেশ চন্দ্র দাশের সঙ্গে। তিনি ৭১ এর সালের স্মৃতিচারণ করে বলেন,স্বাধীনতা সংগ্রামের সময় তিনি ২২ বছরের যুবক।জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে তিনি দেশ মাতৃকার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। ভারত থেকে ট্রেনিং নিয়ে মেজর শওকত আলীর নেতৃত্বে ৫নং সেক্টরে টেকেরঘাট এলাকায় তিনি সক্রিয় যুদ্ধে অংশ নেন। দেশ স্বাধীনের পর দেশে ফিরে পূর্বপুরুষের রেখে যাওয়া সহায় সম্বল কিছুই আর পাননি। সবকিছু হারিয়ে তিনি নিঃস্ব হয়ে জীবিকার সন্ধানে ঘুরে বেড়ান। স্ত্রী ও চার মেয়ে নিয়ে চলে সংসার। অনেক কষ্ট করে তিন মেয়ের বিয়েও দেন। স্ত্রী মারা যাওয়ার পর একমাত্র মেয়েকে নিয়ে তিনি ভাড়াবাসায় বসবাস করতে থাকেন। মুক্তিযোদ্ধা হিসেবে প্রাপ্ত ভাতা দিয়ে চলে সংসার। গত এক বছর ধরে তিনি অসুস্থ হয়ে পড়েন। স্বজনদের সহযোগীতায় অপারেশন করে তিনি এখন কিছুটা সুস্থ হলেও গৃহবন্দি অবস্থায় জীবন যাপন করছেন। তিনি কান্না জড়িত কন্ঠে বলেন, স্বাধীন এই দেশে আমার মাথাগোঁজার কোন ঠাঁই নেই এরচেয়ে দুঃখ কী আর থাকতে পারে। তিনি সরকারের নিকট একখন্ড খাসজমির আবেদন করে বলেন,মেয়েটিকে বিয়ে দিয়ে যেন নিজগৃহে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি এটাই আমার চাওয়া।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com