1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
মানুষের দাম কমে যাচ্ছে || আব্দুল মতিন - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:৩৬ পূর্বাহ্ন

মানুষের দাম কমে যাচ্ছে || আব্দুল মতিন

  • Update Time : রবিবার, ১৭ মার্চ, ২০১৯
  • ৭৮৮ Time View

হরিণ বার বার মানুষের দিকে চেয়ে হাসে আর ভাবে, চিড়িয়া খানায় বন্দী করা হরিণকে টাকার বিনিময়ে দেখে মানুষ সুখ পায় ! বনে খোঁজে প্রাকৃতিক সৌন্দর্য! মানুষের দাম কমে যাচ্ছে ।

অতিথি পাখিরা মিছিল করে বলে,সব মানুুষ দেশ প্রেমিক হতে পারে না ; পরিযান শেষে পাখি ফিরে নিজ দেশে। মানুষ বড় হলে দেশান্তরি হয় ; অনেকে আর ফিরেনা! মানুষের দাম কমে যাচ্ছে।

সাপ ফণা তুলে বলে,সাপের বিষ বিক্রি করে টাকা কামায় মানুষ; সাপের চেয়ে ও মানুষ বিষাক্ত।
নির্বিষ সাপের খেলা দেখিয়ে মানুষ হয়ে উঠে সাপুরে । মানুষের দাম কমে যাচ্ছে।

হিংস্র বাঘ বলে,চোখে চোখ রেখে শিকার ধরে খাইনা; মায়া লাগে,চোখ চশম আছে। চোখে চশমা লাগানো মানুুষ গুলো বড় চশম খোর ! প্রকাশ্যে মানুষকে খুন করে মানুষ! মানুষের দাম কমে যাচ্ছে।

এভাবে মানুষের দাম একদিন শূন্যতে নামে ; আর উঠেনা। প্রকৃতির জগতে কেউ বিশ্বাস করেনা মানুষ কে। মানুষ আর দেখতে পায়না সূর্যের আলো ,পূর্ণিমার চাঁদ,সত্য।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com