1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
রাধারমণ দত্তের ১০১তম মৃত্যু বার্ষিকী আজ,জগন্নাথপুরে আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:২১ অপরাহ্ন

রাধারমণ দত্তের ১০১তম মৃত্যু বার্ষিকী আজ,জগন্নাথপুরে আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান

  • Update Time : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬
  • ৫১৮ Time View

স্টাফ রিপোর্টার:: উপমহাদেশের প্রখ্যাত মরমী সাধক কবি রাধারমণ দত্তের ১০১তম মৃত্যু বার্ষিকী আজ। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার(১০ নভেম্বর) স্থানীয় রাধারমণ দত্তের স্মৃতি বিজড়িত কেশবপুর রাধারমণ সাহিত্য সাংস্কিৃতিক সংসদের উদ্যেগে প্রতি বছরের ন্যায় এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়েছে। গত বছর সরকারীভাবে মরমীকবি রাধারমণ দত্তের মৃত্যু শত বার্ষিকীর তিন দিন ব্যাপি ঝমকালো উৎসব পালিত হয়। জন্মভূমি জগন্নাথপুরে এর উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান সহ রাজনৈতিক ও প্রশাসনিক কর্তাব্যক্তিগন উপস্থিত হয়ে রাধারমণ দত্তের স্মৃতি রক্ষার্থে স্মৃতি কমপ্লেক্স করার ঘোষনা দেন। পরে কেশবপুরে রাধারমণ দত্তের জায়গা রাধারমন কমপ্লেক্সের নির্ধারিত স্থানে সাইনবোর্ড লাগিয়ে দিলে সংষ্কৃতিকর্মী ও রাধারমণ অনুরাগীদের মধ্যে আশার সঞ্চার হলেও গত এক বছরে এর কার্যক্রর কোন উদ্যোগ দেখা না যাওয়ায় আবারও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এবার সরকারি ভাবে এখনো রাধারমণ দত্তের মৃত্যু বার্ষিকী উদযাপনে তেমন কোন উদ্যোগ দেখা না গেলে রাধারমণ দত্তের জন্মমাটিতে সংগঠনের উদ্যোগে আলোচনাসভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি কে প্রধাণ অতিথি ও সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামকে বিশেষ অতিথি করা হয়েছে। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে প্রবীন রাজনীতিবীদ সিদ্দিক আহমদ, উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ, ইউএনও মোঃ মাসুম বিল্লাহসহ বিশিষ্ট ব্যক্তিবর্গকে অতিথি হিসেবে রাখা হয়েছে। সাংষ্কৃতিক অনুষ্ঠানেও অামন্ত্রিত শিল্পীবৃন্দ গান পরিবেশন করবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com