1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
রানীগঞ্জ ইউনিয়ন নির্বাচনে বিজয়ী হলেন যারা - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৭:৪৩ পূর্বাহ্ন

রানীগঞ্জ ইউনিয়ন নির্বাচনে বিজয়ী হলেন যারা

  • Update Time : শনিবার, ৪ জুন, ২০১৬
  • ৩২৬ Time View

স্টাফ রিপোর্টার:: অবাধ সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহনের মাধ্যমে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যানপদে বেসরকারীভাবে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সহিদুল ইসলাম রানা বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীকে সহিদুল ইসলাম রানা পান ৬৬৫২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপিসহ২০ দলীয় জোট প্রার্থী সামছুল ইসলাম ধানের শীষ প্রতীকে পান ৫০৫৯ ভোট। আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান আব্দুল হাফিজ মোটর সাইকেল প্রতীকে পান ৩০১৬ ভোট। স্বতন্ত্র প্রার্থী সুজায়েল আহমদ ঘোড়া প্রতীকে ৯২১ ভোট পান। এছাড়া ৯টি ওয়ার্ডে যারা নির্বাচিত হয়েছেন তাঁরা হলেন ১ নং ওয়ার্ডে মাহমদ মিয়া বৈদ্যুতিক পাকা) প্রতীকে ৮৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধী তাপশ চন্দ্র দাশ (ঘুড়ি)৪৬৪ ভোট পেয়েছেন।
২নং ওয়ার্ডে বিজয়ী হয়েছেন বর্তমান মেম্বার নাজমুল হক(ঘুড়ি) প্রতীকে ৪৮১ ভোট পান নিকটতম প্রতিদ্বন্ধী টিপু সুলতান (টিউবওয়েল) প্রতীকে পান ৩৯১ ভোট। ৩নং ওয়ার্ডে বজলু মিয়া( তালা) ৫৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধী মমরাজ হোসেন রাজ( টিউবওয়েল) প্রতীকে ৪৫৭ ভোট পান।
৪নং ওয়ার্ডে তেরা মিয়া(মোরগ) ৪৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধী আবুল কাশেম(বেদ্যুতিক পাকা) ৪০২ ভোট পান।
৫নং ওয়ার্ডে মোঃ ইছরাক আলী(টিউবওয়েল) প্রতীকে ৭১৩ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্ধী রাজিব তালুকদার (ফুটবল) ৬১৬ ভোট পান।
৬নং ওয়ার্ডে আব্দুল কালাম(বৈদ্যুতিক পাকা) ৫৩৯ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্ধী আবুল কাশেম(তালা) ৪১২ ভোট পান। ৭নং ওয়ার্ডে মোঃ মিলাদ মিয়া(ফুটবল) ১২৯০ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম পপ্রতিদ্বন্ধী জামিল আহমদ(মোরগ) ৭৭৪ ভোট পান।

৮নং ওয়ার্ডে মোঃ মুকিত মিয়া তৃতীয় বারের মতো বিজয়ী হয়ে হ্যাট্রিক করেন। তাঁর প্রাপ্ত ভোট তালা প্রতীকে ৯৭৬ নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ লাল মিয়া( টিউবওয়েল) প্রতীকে ৭৮৭ ভোট পেয়েছেন।
৯নং ওয়ার্ডে আব্দুল জলিল(তালা) প্রতীকে ৬৫১ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্ধী জয়নাল আবেদনী (ফুটবল) ২৫০ ভোট পান।
সংরক্ষিত ১,২৩ নং ওয়ার্ডে নির্বাচত হন মোছাঃ রোকশানা বেগম(হেলিকপ্টার) প্রতীকে ১৮৬৩ ভোট পান নিকটতম প্রতিদ্বন্ধী শেলী রানী দাশ(তালগাছ) প্রতীকে ১৫৯৬ ভোট পেয়েছেন।
৪,৫,৬নং ওয়ার্ডে এলাছি বিবি (বক) প্রতীকে ৩৭৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী রুপতেরা বেগম(তালগাছ) প্রতীকে ১১৮৭ ভোট পান। ৭,৮,৯নং ওয়ার্ডে মোছাঃ আন্বিয়া বেগম( বক) প্রতীকে ২৩৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটততম প্রতিদ্বন্ধী কিবরিয়া বেগম(তালগাছ) প্রতীকে ১৪১৩ ভোট পান।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন নির্বাচনের প্রধান সমন্ধয়ক মোহাম্মদ হুমায়ুন কবির জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, অবাধ,সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ ও ফলাফল প্রদান করা হয়েছে। রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে উপজেলার সাতটি ইউনিয়নের নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়।
উল্লেখ্য গত ২৮ মে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নসহ সাতটি ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা থাকলেও হাইকোর্টের আদেশে ২৬ মে তিন মাসের জন্য নির্বাচন স্থগিত হয়ে যায়। পরে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সহিদুল ইসলাম রানা উচ্চ আদালতে আপীল করে স্থগিতাদেশ প্রত্যাহার করায় নির্বাচন কমিশন ৪ জুন ষষ্টধাপে নির্বাচনের আয়োজন করলে নির্বাচনের অন্যতম প্রতিদ্বন্ধী বর্তমান চেয়ারম্যান ও রিট মামলার বাদী মজলুল হক নির্বাচ কে অবৈধ আখ্যায়িত করে নির্বাচন বর্জন করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com