1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
শাল্লা কলেজ এবারও সুনামগঞ্জ জেলার মধ্যে সেরা - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভায় শংকর রায়ের মৃত্যুতে শোক প্রস্তাব শংকর রায়ের মৃত্যুতে এমএ মান্নান এমপিসহ বিভিন্ন মহলের শোক প্রকাশ তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবি/ ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু জগন্নাথপুরের সাংবাদিকতার ইতিহাস শংকর রায় নিরানব্বই জন হত্যাকারীর অপরাধ ক্ষমা, তওবার শিক্ষা দিলেন নবী (সা.) বরণ্য সাংবাদিক শংকর রায়ের মৃত্যু জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম পরিবারের শোক প্রকাশ জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় আর নেই সুনামগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু নলুয়া হাওরে বাম্পার ফলনে কৃষকের চোখে-মুখে হাসির ঝিলিক ইসরায়েলের সামরিক গোয়েন্দাপ্রধানের পদত্যাগ

শাল্লা কলেজ এবারও সুনামগঞ্জ জেলার মধ্যে সেরা

  • Update Time : শুক্রবার, ২০ জুলাই, ২০১৮
  • ৬৩০ Time View

বিন্দু তালুকদার
সুনামগঞ্জে সরকারি-বেসরকারি মোট ২৬ কলেজসহ ৫৪টি প্রতিষ্ঠানের ১৩ হাজার ২৬১ জন শিক্ষার্থীদের মধ্যে পাস করেন ৮ হাজার ৪৯৮ জন। জিপিএ-৫ পেয়েছে মাত্র ২২ জন শিক্ষার্থী।
এই ২২ জিপিএ-৫ এর মধ্যে ৭ টি জিপিএ-৫ পেয়ে গত বছরের ন্যায় এবারও প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করেছে দুর্গম হাওরপাড়ের শাল্লা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর শাল্লা কলেজ এবারও জেলায় আলোচনার বিষয়বস্তু। ফলাফল প্রকাশের পর আনন্দের বন্যা বইছে শাল্লা ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে।
জেলার উন্নয়ন বঞ্চিত অবহেলিত উপজেলা শাল্লা। জেলা সদরের সাথে উপজেলা সদরের এখন পর্যন্ত সড়ক পথে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি, বছরের অধিকাংশ সময় যে উপজেলার মানুষরা থাকেন পানিবন্দী। সেই হাওর এলাকার কলেজের ৭ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে এবারের এইচএসসি পরীক্ষায়। গত বছর এইচএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ পেয়েছিল ৬টি, পাশের হার ছিল ৮৩.৩৮ ভাগ। এবার জিপিএ-৫ ও পাশের হার বেড়েছে।
জানা যায়, শাল্লা উপজেলার শাল্লা ডিগ্রি কলেজসহ তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৫৮৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। পাশ করেছে ৫১৩ জন, অকৃতকার্য হয়েছে ৬৪ জন। পাশের হার ৮৭.৩৯ ভাগ, যা সারা জেলার মধ্যে সেরা।
জানা যায়, চলতি বছর শাল্লা ডিগ্রি কলেজ থেকে মোট পরীক্ষার্থী ছিল ৪৮৪ জন, পাশ করেছে ৪৩০ জন। অকৃতকার্য হয়েছে ৫৪ জন। পাশের হার ৮৮.৮৪ ভাগ। কলেজের বিজ্ঞান বিভাগের ৪৪ জন পরীক্ষার্থীর সবাই পাশ করেছেন, এই বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৭ জন। হিসাব শাখায় পরীক্ষা পরীক্ষার্থী ছিল ৫ জন, সবাই পাশ করেছে। মানবিক বিভাগের মোট পরীক্ষার্থী ছিল ৪৩৫ জন, পাশ করেছে ৩৮১ জন।
এই বছর শাল্লা ডিগ্রি কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে দিপ্ত রায়, নির্মল চন্দ্র দাস, ধ্রুব রায়, সেবক দাস, সাথী রানী দাস, শ্রেয়া রায় ও মার্জিয়া আক্তার শ্যামলী।
এসএসসিতে জিপিএ-৫ না পেলেও এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে সেবক দাস, সাথী রানী দাস, শ্রেয়া রায় ও মার্জিয়া আক্তার শ্যামলী।
হাওরপাড়ের এই কলেজটি ১৯৮৬ সালের ১ অক্টোবর স্থাপিত হয়। বর্তমানে কলেজের ছাত্র সংখ্যা ১৫০০ জন, শিক্ষক-শিক্ষিকা রয়েছেন ২০ জন। কলেজটিতে ডিগ্রি কোর্স চালু রয়েছে এবং সরকারিকরণের প্রক্রিয়ায় রয়েছে এই কলেজটি।
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী শ্রেয়া রায়ের বাবা সজল রায় বলেন,‘এইবার শিক্ষকদের নজরদারীসহ সবার প্রচেষ্টায় আমার মেয়ে জিপিএ-৫ অর্জন করেছে। আমার মেয়ের এই ফলাফলে কলেজের শিক্ষকদের পাশাপাশি আমরা খুবই খুশি।’
জিপিএ-৫ প্রাপ্ত মার্জিয়া আক্তারের বাবা ব্যবসায়ী আমিনুল ইসলাম বলেন,‘ আমার মেয়ে এসএসসি পরীক্ষায় সামান্যের জন্য জিপিএ-৫ পায়নি, তবে এই পরীক্ষায় সে জিপিএ-৫ পেয়েছে। কলেজের স্যারদের প্রচেষ্টা, পরিবারের সবার নজরদারী ও মেয়ের চেষ্টায় জিপিএ-৫ পেয়েছে। আমাদের হাওরের এই কলেজ প্রতি বছরই ভাল রেজাল্ট করে আসছে।’
উপজেলার প্রতাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার দাশ বলেন,‘ আমাদের হাওরপাড়ের এই কলেজটি তিন-চার বছর ধরেই ধারাবাহিকভাবে ভাল ফলাফল করছে। এলাকার মেধাবি শিক্ষার্থীরা এখন আর শহরে যায় না, এখানেই লেখাপড়া করে। কলেজের শিক্ষক-শিক্ষিকরাও আগের চেয়ে অনেক আন্তরিক হয়েছেন। সবার সম্মিলিত প্রচেষ্টার ফসলই ভাল ফলাফল এবং এই অর্জনকে ধরে রাখতে হবে।’
শাল্লা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আ. শহীদ বলেন,‘ আমরা গত ২০১৭ সালে ৫ টি ও ২০১৫ সালে ১৭টি জিপিএ-৫ পেয়ে জেলায় প্রথম হয়েছিলাম। এইবারও ৭টি জিপিএ-৫ ও পাশের হারে আমরাই জেলায় শ্রেষ্ঠ হয়েছি। ভাল কিছু করার জন্য আমাদের শিক্ষার্থীদের আগ্রহ ছিল। কলেজের শিক্ষকরা খুবই আন্তরিক, তারা ছাত্রদের বাড়ি বাড়ি যান। আমি নিজেও ছাত্রদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নেই।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com