1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
সাপের দংশনে ১০ জনের মৃত্যু - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১:৩১ অপরাহ্ন

সাপের দংশনে ১০ জনের মৃত্যু

  • Update Time : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭
  • ১৯৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
মেহেরপুরে সাপের দংশনে গত কয়েক দিনে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো অন্তত শতাধিক মানুষ। সাপেকাটা রোগীরা মেহেরপুর জেনারেল হাসপাতাল ও গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা পাচ্ছেন না। দ্রত সময়ের মধ্যে সাপেকাটা রোগীরা চিকিৎসা না পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। সাপেকাটা রোগী ও স্থানীয়দের সচেতনতামূলক কোনো প্রচার-প্রচারণাই করেনি জেলা স্বাস্থ্য বিভাগ। এদিকে হাসপাতালে চিকিৎসা সেবা না পেয়ে সনাতন পদ্ধতিতে স্থানীয় কবিরাজের কাছে চিকিৎসা নিতে গিয়ে একের পর এক প্রাণ হারাচ্ছেন রোগীরা। সাপেকাটা রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় গাংনীতে রাতারাতি গজিয়ে উঠেছে কথিত কবিরাজ। এসব কবিরাজের দৌরাত্ম্য বৃদ্ধি পেলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিচ্ছে না প্রশাসন। সাপেকাটা রোগীদের যথাযথ চিকিৎসা না পাওয়ায় সমালোচনার মুখে পড়েছে জেলার স্বাস্থ্য বিভাগ। স্থানীয় সূত্র জানায়, গত বুধবার সন্ধ্যা ৭টায় সাপের দংশনে গাংনী পৌর এলাকার পশ্চিম মালসাদহ গ্রামের মৃত আহম্মদ মণ্ডলের ছেলে মাংস ব্যবসায়ী নুর ইসলাম (৫৮) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়। গত ২৮শে আগস্ট সকাল ১০টার দিকে সাপের দংশনে গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া গ্রামের বজলুল হক বজুর ছেলে সুজন আলী (২৮) ’র মৃত্যু হয়েছে। ২৪শে আগস্ট বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে সাপের দংশনে উপজেলার চেংগাড়া গ্রামের রচনা হালদার (২০) নামের এক নববধূর মৃত্যু হয়েছে। রচনা হালদার চেংগাড়া গ্রামের স্বপন হালদারের স্ত্রী। ১৮ই আগস্ট শুক্রবার দুপুর ২টার দিকে গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের বেড় গ্রামে সাপের দংশনে শফিকুল ইসলাম (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়। শফিকুল বেড় গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও বেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। ৯ই আগস্ট মঙ্গলবার রাত সাড়ে ১২টার সময় সাপের দংশনে গাংনী উপজেলার ধানখোলা গ্রামে উজ্জ্বল হোসেন (১০) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। উজ্জ্বল ধানখোলা উত্তরপাড়ার ফরজ আলীর ছেলে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। ৩রা আগস্ট বৃহস্পতিবার রাত ৮টার দিকে সাপের দংশনে গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের কসবা গ্রামের খাদিজা খাতুন (৫০) নামের এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে। খাদিজা খাতুন কসবা গ্রামের আব্দুল মোমিনের স্ত্রী। এছাড়া যশোর জেলা শহর থেকে গাংনীতে বেড়াতে আসা এক নারী সাপের দংশনে মৃত্যু হয়। এ বিষয়ে কথা বলতে চাইলে বৃহস্পতিবার রাত ৮টার সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মাহবুবুর রহমানের ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়। মেহেরপুরের সিভিল সার্জন ডা. জিকেএম সামছুজ্জামান জানান, সাপে কেটে এত মৃত্যুর বিষয়টি তার জানা নেই। তবে সার্বিক বিষয়ে খোঁজ খবর নেয়া হবে। মেহেরপুরের জেলা প্রশাসক পরিমল সিংহ জানান, সাপে কেটে মৃত্যুর ঘটনা দুঃখজনক। সাপেকেটে মৃত্যুর ঘটনা আর যেন না ঘটে এজন্য রোগীর প্রয়োজনীয় সকল ওষুধ দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা করা হবে। এ ছাড়া তিনি সিভিল সার্জনের সঙ্গে কথা বলে সচেতনতা বিষয়ে প্রচার-প্রচারণার উদ্যোগ নেবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com