1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
সিলেটে সেরা শিক্ষকদের সংবর্ধনা প্রদান - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:৫৯ পূর্বাহ্ন

সিলেটে সেরা শিক্ষকদের সংবর্ধনা প্রদান

  • Update Time : বুধবার, ২৭ জুলাই, ২০১৬
  • ৪০২ Time View

সিলেট প্রতিনিধি:: প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্প ও শিক্ষা মন্ত্রণালয় পরিচালিত শিক্ষকদের জনপ্রিয় পোর্টাল ‘শিক্ষক বাতায়নে’র সেরা কণ্টেন্ট নির্মাতা সিলেট বিভাগের ১৩ জনসহ মোট ১৮ জনকে সংবর্ধণা দিয়েছে সিলেট টিচার্স ট্রেনিং কলেজ ।

মঙ্গলবার দুপুর ২টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের উপাধ্যক্ষ চৌধুরী মানুন আকবর ।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ‘রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের’ সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এ সংবর্ধণায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে সিলেট টিটিসি’র অধ্যক্ষ প্রফেসর শৌকত আলী এবং এটুআই এর ক্যাপাসিটি ডেভোলপম্যান্ট কনসালটেন্ট রফিকুল ইসলাম ।

বক্তব্য রাখেন- সহযোগি অধ্যাপক আরিফ হাসান চৌধুরী, সহযোগি অধ্যাপক মানস কান্তি বিশ্বাস, সহকারী অধ্যাপক ড.দিদার চৌধুরী, প্রধান শিক্ষক কানু প্রিয় চক্রবর্তী, মোঃ ফজলুল করিম, অপূর্ব কুমার দাশ, মোঃ হাসান হাফিজুর রহমান, চরিত্রবান সমাজপতি ও শর্বাণি দত্ত ।

শিক্ষক পংকজ কান্তি গোপের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের মুল উদ্যোক্তা রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদ ।

index-100

সভায় সিলেট বিভাগের সংবর্ধিত শিক্ষকরা হলেন- মোঃ আব্দুস সামাদ (রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়, জগন্নাথপুর); শর্বাণী দত্ত (লামাতাশী সরক্কারি প্রাথমিক বিদ্যালয়, বাহুবল) মোঃ আতাউর রহমান (রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজমিগঞ্জ); চরিত্রবাণ সমাজপতি (জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়, জৈন্তাপুর); নিরাপদ বিশ্বাস( রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়, জগন্নাথপুর);দিল আফরোজ পুতুল (মহলাল উচ্চ বিদ্যালয়, রাজনগর); সুজন চন্দ্র দে (রণিখাই হুমায়ুন রশীদ চৌধুরী উচ্চ বিদ্যালয়, কোম্পানীগঞ্জ); মাহমুদুর রহমান আহাদ (তারাপাশা উচ্চ বিদ্যালয় ও কলেজ, রাজনগর); পংকজ কান্তি গোপ (পুটিজুরী এস.সি.উচ্চ বিদ্যালয়, বাহুবল); মোঃ ইউসুফ আলী(জনতা মডেল উচ্চ বিদ্যালয়, ধর্মপাশা); মোহাম্মদ আল আমিন (মনাইউল্লাহ উচ্চ বিদ্যালয়, শ্রীমঙ্গল); আয়েশা সিদ্দিকা আঁখি (বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়, লাখাই) এবং মোঃ শহীদুল ইসলাম (এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়, জগন্নাথপুর) ।

অনুষ্ঠানে আরো ৫জনকে বিশেষভাবে সন্মানিত করা হয় । তারা হলেন- মাল্টিমিডিয়া কন্টেন্ট প্রতিযোগিতা-২০১৫তে প্রথম স্থান অধিকারী মোঃ মঞ্জুর-ই-এলাহী (নওয়াবেঁকী মহাবিদ্যালয়, শ্যামনগর, সাতক্ষীরা) ; শিক্ষক বাতায়নে সর্বোচ্চ সেরা কণ্টেন্ট নির্মাতা মোঃ হাসান হাফিজুর রহমান (ক্যামব্রিয়ান কলেজ, ঢাকা); ২০১৫ এর দ্বিতীয় সেরা কন্টেন্ট নির্মাতা অপূর্ব কুমার দাস (ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়); সেরা কন্টেন্ট নির্মাতা মোঃ আলমগীর হোসেন (লক্ষীপুর দাখিল মাদ্রাসা,লক্ষীপুর); মোঃ রাছেল রানা (কমলাপুর মাধ্যমিক বিদ্যালয়, কুষ্টিয়া) ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com