1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
সিলেট সুনামগঞ্জ সড়কে ব্যাটারি চালিত টমটম ও অটোরিক্সা চলাচলে নিষেধাজ্ঞা জারি - জগন্নাথপুর টুয়েন্টিফোর
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম:

সিলেট সুনামগঞ্জ সড়কে ব্যাটারি চালিত টমটম ও অটোরিক্সা চলাচলে নিষেধাজ্ঞা জারি

  • Update Time : রবিবার, ৯ অক্টোবর, ২০১৬
  • ৩২৪ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সিলেট-সুনামগঞ্জ সড়কে ব্যাটারি চালিত টমটম ও অটো-রিক্সা চলাচলে নিষেধাজ্ঞা জারী করা হয়েছে।

রোববার সিলেট-সুনামগঞ্জ সড়কে দিনভর মাইক যোগে জয়কলস হাইওয়ে পুলিশ জারীকৃত এ নিষেধাজ্ঞা প্রচার করে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, দেশের হাইওয়ে সড়কগুলোতে ব্যাটারি চালিত টমটম ও অটো-রিক্সা, চলাচলের উপর এক নিষেধাজ্ঞা জারী করেন হাইকোর্ট। এরই ধারাবাহিকতায় রোববার সকাল থেকে সিলেট-সুনামগঞ্জ সড়কে চলাচলরত ব্যাটারি চালিত টমটম ও অটো-রিক্সার মালিক, চালক ও যাত্রী সাধারণের অবগতির জন্য মাইকযোগে হাইকোর্টের নির্দেশনা প্রচার করা হয়েছে। রোববার থেকে এ আদেশ কার্যকর হয়। আদালতের আদেশ প্রচারকালে সিলেট-সুনামগঞ্জ সড়কের বিভিন্ন এলাকা থেকে ব্যাটারি চালিত তিনটি টমটম আটক করে হাইওয়ে পুলিশ।

এদিকে সিলেটের টুকেরবাজার, লামাকাজী, ছাতকের গোবিন্দগঞ্জ, ধারনবাজার, জাউয়া বাজার, দক্ষিণ সুনামগঞ্জের শান্তিগঞ্জ ও পাগলা বাজার এলাকায় বিচ্ছিন্নভাবে ব্যাটারি চালিত কিছু টমটম ও অটো-রিক্সা চলাচল করতে দেখা গেছে।

জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ একেএম শফিকুল আলম জানান, হাইকোর্টের জারীকৃত আদেশ বাস্তবায়নে হাইওয়ে পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। অন্যথায় আদেশ অমান্যকারীদের গাড়ী আটক করে চালকের বিরুদ্ধে নেয়া হবে প্রচলিত আইনি ব্যবস্থা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com