1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
সুনামগঞ্জের দিরাই ও জগন্নাথপুরে বাণিজ্যের নৌকার বিরুদ্ধে তৃণমূল আওয়ামীলীগের নেতাকর্মী ও ভোটাররা তৎপর - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০২:১৯ পূর্বাহ্ন

সুনামগঞ্জের দিরাই ও জগন্নাথপুরে বাণিজ্যের নৌকার বিরুদ্ধে তৃণমূল আওয়ামীলীগের নেতাকর্মী ও ভোটাররা তৎপর

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মে, ২০১৬
  • ২৫১ Time View

আল-হেলাল,সুনামগঞ্জ থেকে : ও মন বুঝনিরে বাণিজ্যেরী নাও/বস্তার বস্তা টাকা লইয়া কয় শুধূ ভোট দাও/ ও মন বুঝনিরে ।। নাও দিলাম বৈঠারে দিলাম আর দিলাম মস্তুল/এত খাওন খাইয়াও বেটায় লাগায় গন্ডগোল। ও মন বুঝনিরে ।। সোনার নায় আজ হাইল ধরেছে বান্দর কাড়ালী/এখন ভোটারদেরে বিকি দিয়া শুনায় মজার বুলি। ও মন বুঝনিরে ।। ৬ ডাকাইতে ফন্দি করছে ব্যালট করতে চুরি/ এই নৌকাতো সেই নৌকা নয় বুঝিতে যা পারি। ও মন বুঝনিরে।। পাড়া গায়ের কোন এক পল্লী বাউলের এই জনপ্রিয় গানটিকে সম্বল করে সাধারন ভোটারদেরকে আকৃষ্ট করছেন সুনামগঞ্জের জগন্নাথপুর ও দিরাই উপজেলার ইউনিয়ন পরিষদের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও তাদের সমর্থকরা। সাধারন ভোটারদের পাশাপাশি সংখ্যালঘু ভোটাররাও বাণিজ্যিক নৌকা প্রতীকের বিরুদ্ধে আজ ঐক্যবদ্ধ হয়েছেন। কারন হিসেবে জানা যায়,সাধারন ভোটারদের কাছের গ্রহনযোগ্য প্রার্থীকে মনোনয়ন না দিয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে একশ্রেণীর মনোনয়ন দাতারা মনোনয়ন বাণিজ্যের আশ্রয়ে যে নৌকাকে বিকিয়ে দিয়েছেন তাদেরকে যেকোন মূল্যে প্রতিহত করার জন্যই ভোটাররা আজ প্রতিশ্রুতিবদ্ধ। সবকটি ইউনিয়নে নৌকার পরিবর্তে বিদ্রোহী প্রার্থীদের আনারস প্রতীকের পক্ষেই জোয়ার বইছে। এছাড়া কোন কোন ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীদের মোটর সাইকেল,চশমা ও ঘোড়া প্রতীকের পক্ষেও জোয়ার দেখা গেছে। ক্ষমতাসীন দল আওয়ামীলীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা বলছেন ইউপি নির্বাচনের নৌকা বলতে আমরা বুঝি বাণিজ্যের নৌকা। এ নৌকা জাতির জনকের ও জননেত্রীর আদর্শের নৌকা নয়। স্থানীয় নির্বাচনে স্থানীয়ভাবে ফায়সালা না করে প্রথম দফায় আমেরিকা লন্ডনে,২য় দফায় রাজধানী ঢাকায়,তৃতীয় দফায় জেলা শহরের বিশেষ বাসভবনে ও শেষ দফায় জগন্নাথপুর ও দিরাই উপজেলা সদরে নৌকার মনোনয়ন বিক্রয় করা হয়েছে। দফায় দফায় আর্থিক লেনদেনের মাধ্যমে সোনার নৌকাকে পরিনত করা হয়েছে বান্দরের নৌকায়। একফসলী এলাকার কৃষকদের একমাত্র অর্থকরী বোরো ফসল পানির নীচে তলিয়ে গেছে। অথচ তথাকথিত নৌকার প্রার্থীরা ঢাকায় হোটেলে আরামে আয়েশে কাটিয়ে কালো টাকা দিয়ে নৌকা ভাগিয়ে নিয়েছেন। সকালে দেখা গেছে নৌকার মনোনয়ন পেয়েছেন একজন বিকেলে দেখা গেছে প্রথম যিনি পেয়েছেন তাকে টপকিয়ে রাতের বেলা মনোনয়ন নিয়ে এসেছেন আরেকজন। যারা একাজগুলো করছেন তারা যেই হউননা কেন নৌকার অমঙ্গল সাধনের জন্য এরাই যে যথেষ্ট তা আর বলার অপেক্ষা রাখেনা। এদেরকে নির্বাচিত করলে এরা মনোনয়ন বাণিজ্যের টাকা উসল করার জন্য সারা ইউনিয়ন পরিষদ বিক্রি করে ফেলবে। তাই বানিজ্যের নৌকাকে এই মুহুর্তে না বলেই আমরা সৎ যোগ্য দক্ষ ও পরীক্ষিত ব্যাক্তিকে নির্বাচিত করবো। মনোনয়ন প্রদানকারী নেতারা গ্রামে গ্রামে গিয়ে দলীয় প্রার্থীর পক্ষে যতই প্রচারণা চালাচ্ছেন ভোটারদের আক্রোশ ততই বাড়ছে। অন্যদিকে বিদ্রোহী প্রার্থীদেরকে দল থেকে বহিস্কার ঘোষনা করায় এসব প্রার্থীরা ভোটারদের সহানুভূতি পাচ্ছেন বেশী। সরজমিনে গিয়ে এমন অবস্থাই দেখা গেছে কয়েকটি ইউনিয়নে। দিরাই উপজেলার জগদল ইউনিয়নের সংখ্যালঘু নাগরিক পছন্দ শীল বলেন,আমরা হারা জীবন নৌকায় ভোট দিছি এইবার ভোট দিমু আনারস প্রতীকের প্রার্থী শিবলী বেগকে। কেন নৌকায় ভোট দিবেননা জানতে চাইলে পছন বাবু বলেন,আমরার ফসল পানির নীচে তলিয়ে গেছে। আওয়ামীলীগের প্রার্থীরা কোথায় কৃষকের কাছে গিয়ে তাদেরকে সান্তনা দেবে তানা করে তারা সকল নেতাকর্মীদেরকে ঢাকায় নিয়ে এলাকাকে নেতাশূন্য রেখেছে। সকালে মনোনয়ন দিয়েছে একজনকে আবার রাতের বেলা মনোনয়ন দিয়েছে আরেকজনকে। যেকারনে প্রার্থীরা ঠিকমতো ভোটারদের কাছেই যেতে পারেনি। নৌকায় ভোট না দিলে ধানের শীষ পাশ করবে আপনারা কি তা চান? জানতে চাইলে সংখ্যালঘু কয়েকজন ভোটার বলেন,আমরা প্রয়োজনে জমিয়তের প্রার্থীকে ভোট দিমু তবু নৌকার প্রার্থীকে ভোট দিতামনায়। আর বিএনপির প্রার্থী পাশ করলে আমাদের কিছু যায় আসেনা। যারা টাকা নিয়ে মনোনয়ন বেচাবিকি করেছে আর টাকা দিয়ে যারা মনোনয়ন ক্রয় করেছে তাদেরকে উপযুক্ত শিক্ষা দেয়ার এটাই সময়। জগদল ইউনিয়নে আনারস প্রতীকে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী শিবলী বেগের সাথে ধানের শীষের প্রার্থী কামরুল ইসলাম ও জমিয়তের প্রার্থীর ত্রিমুখী লড়াই হতে পারে। ভাটিপাড়া ইউনিয়নের সংখ্যালঘু আরেক ভোটার দয়াল চাঁদ দাস বলেন,আমেরিকার টাকাওয়ালার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়া এক নেতা আমাদেরকে না জানাইয়া নৌকার মনোনয়ন বেইচ্ছন,হেইন নৌকারে পাশ করাইবা। একদফা আমেরিকায়,আরেক দফা ঢাকায়,তৃতীয় দফা সুনামগঞ্জে আর শেষ দফা দিরাই উপজেলা সদরে বসে যে বা যারা নৌকা বিক্রি করেছেন তাদের মুখোশ উন্মোচন না করলে ভবিষ্যতে আমরার কোন মূল্যায়ন থাকতোনায়। আমরা সংখ্যালঘুরা আমাদের প্রতিবেশী মোটর সাইকেলের প্রার্থী শাহজাহান কাজীরেই ভোট দিমু। এ ইউনিয়নে আওয়ামীলীগের এই বিদ্রোহী প্রার্থীর সাথে ধানের শীষ প্রতীকের বিএনপির প্রার্থী আফজাল হোসেন ও ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বিল্লাল হোসেনের লড়াই হবে। দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নে টেলিফোন প্রতীকের বিদ্রোহী প্রার্থী পবিত্র কুমার তালুকদারের সাথে আনারস প্রতীকের প্রার্থী মিছবাহুজ্জামান চৌধুরীর তুমুল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। চরনারচর ইউনিয়নে বিএনপির প্রার্থী রতন কুমার তালুকদারের জয়লাভের সম্ভাবনাই বেশী। দিরাই সরমঙ্গল ইউনিয়নে আনারস প্রতীকে বিএনপির বিদ্রোহী প্রার্থী এহসান চৌধুরীর সাথে ধানের শীষের প্রার্থী জুয়েল মিয়া ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী কানুলাল দাসের তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে। রাজানগর ইউনিয়নে নৌকার জনপ্রিয় প্রার্থী সৌম চৌধুরীর সাথে সমানে টক্কর দিয়ে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নওশেরান চৌধুরী এগিয়ে আছেন। রফিনগর ইউনিয়নে আনারস প্রতীকের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর গণসংযোগে ব্যাস্ত সময় পার করছেন। জগন্নাথপুর উপজেলার পাঠলি ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সিরাজুল ইসলাম (আনারস), সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী তৈয়ব কামালী (আনারস) ও ছিলাউড়া হলদিপুর ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হারুন-অর রশীদ (আনারস),আশারকান্দি ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী আয়্যুব খান (চশমা),কলকলিয়া ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী আব্দুল হাশিম (চশমা) এবং পাইলগাও ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী মঞ্জুর আলী আফজল (মোটর সাইকেল) গণ সংযোগে এগিয়ে রয়েছেন বলে জানা গেছে। দলীয় প্রতীক নৌকার পক্ষে শত শত নেতাকর্মীর বহর নিয়ে আওয়ামীলীগের যোগ্য প্রার্থীরা এবং ধানের শীষ প্রতীকের পক্ষে বিএনপি জমিয়তসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীরা ব্যাপক গণ সংযোগ চালিয়ে যাচ্ছেন। কিন্তু স্থানীয় নির্বাচনে জাতীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা মাঠে ময়দানে গিয়ে যতই বক্তৃতা বিবৃতি দিচ্ছেন ভোটাররা ততই ক্ষুব্ধ হচ্ছেন। এদিকে নৌকা প্রতীকের কয়েকজন প্রার্থী নাম প্রকাশ না করার শর্তে এ প্রতিবেদককে বলেন,ভাই কিছুই করার নেই। এত স্বল্প সময়ের নির্বাচন। নির্বাচন একটি প্রতিদ্বন্দ্বিতামূলক প্রক্রিয়া। আমরা প্রথমে ওয়ার্ড তারপর ইউনিয়ন,পরে উপজেলা,তারপরে জেলা সবশেষে কেন্দ্রের দ্বারস্থ হতে হয়েছে। ছয় দফার নৌকার জন্য আমরা ৬বার চেষ্টা করে মনোনয়ন পেয়েছি। সবকিছুই যে মাগ্না হয়ে যাবে এমন নয় আমরা না পেলে অন্যরা একইভাবেই পেতো। তাই আমরা আশা করি আমাদের এই লেগে থাকার জন্য হলেও ভোটাররা অন্ততপক্ষে আমাদেরকে মূল্যায়ন করবেন। এবং আমরাই জয়ী হবো। শেষ পর্যন্ত বিদ্রোহী প্রার্থীদের সাথে দলীয় প্রার্থীদের মধ্যে কোন দল কয়টিতে বিজয় নিশ্চিত করতে পারে সেটাই এখন দেখার বিষয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com