1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
সুনামগঞ্জে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান -উন্নয়নের ছোঁয়ায় আমরা সব কিছু বদলে দেব - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:৩১ অপরাহ্ন

সুনামগঞ্জে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান -উন্নয়নের ছোঁয়ায় আমরা সব কিছু বদলে দেব

  • Update Time : শুক্রবার, ২৫ জানুয়ারী, ২০১৯
  • ২৬৬ Time View

স্টাফ রিপোর্টার
পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেছেন, ‘অচিরেই সুনামগঞ্জে রেললাইন হবে। ছাতক থেকে সুনামগঞ্জ পর্যন্ত। শীঘ্রই এটি একনেকের বৈঠকে উঠবে। সুনামগঞ্জ পৌর কলেজের নির্মাণ কাজ চলছে, কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠ সংস্কার কাজ হবে, ইসলামগঞ্জ কলেজের উন্নয়ন হচ্ছে। নিজস্ব অর্থায়নে পদ্মাসেতুর কাজ চলছে। ২য় পদ্মা সেতুও হবে। এখন আমরা ৩য় পদ্মাসেতু নিয়ে চিন্তা করছি। চট্টগ্রামে টানেল নির্মাণ হচ্ছে। উন্নয়নের ছোঁয়ায় আমরা সব কিছু বদলে দেবো।’
তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। মুক্তিযোদ্ধারা একটি পরাধীন জাতিকে স্বাধীনতা এনে দিয়েছেন। এজন্য অনেক আত্মত্যাগ করতে হয়েছে। মুক্তিযোদ্ধারা যে সম্মান অর্জন করেছেন, তা আর কারো অর্জন করার সুযোগ নেই। আপনাদের এখানে উপস্থিত হতে পেরে আমি আনন্দ বোধ করছি।’
তিনি বলেন, ‘আমাদের অনেক দায়িত্বের মধ্যে অন্যতম দায়িত্ব হলো আপনাদের কথা সংসদে তুলে ধরা। আমাদের নেত্রী সর্বক্ষণ চিন্তা করেন আপনাদের বিষয়ে, আপনাদের সুযোগ সুবিধা নিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের জীবনযাত্রার মান উন্নয়নের চেষ্টা করছেন।’
মন্ত্রী বলেন, ‘আমাদের নেত্রী বাঙালি জাতির অর্থনৈতিক মুক্তির জন্য আপ্রাণ চেষ্টা করছেন। যে জাতি হবে বিজ্ঞানমনষ্ক। সেই কর্মযজ্ঞে শামিল হওয়ায় সুযোগ নেত্রী আমাকে দিয়েছেন। আমরা অবশ্যই সফল হবো।’
তিনি বলেন, ‘ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের সুষম উন্নয়ন চান। তিনি চান সাঁকো বিহীন বাংলাদেশ। সকলের ঘরে বিদু্যৃতের আলো জ্বলবে, নতুন বছরের শুরুতে সকল শিক্ষার্থী নতুন বই পাবে, দেশের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে। আমিও তাই চাই।’
এসময় তিনি বলেন ‘দোয়ারাবাজার উপজেলার সেতু আমরা মুক্তিযোদ্ধাদের নামেই উৎসর্গ করব। এছাড়াও আপনারা আরো যেসব দাবি তুলে ধরেছেন তা ক্রমান্বয়ে বাস্তবায়ন করা হবে। তবে আপনাদের নিশ্চিত করতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রায় যেনো আর কেউ বাধা সৃষ্টি করতে না পারে।’
বৃহস্পতিবার দুপুর ১ টায় জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে সুনামগঞ্জ জেলার নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন রতন এবং অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ। অনুষ্ঠান শুরুর পূর্বে সংবর্ধিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন মুক্তিযোদ্ধারা।
অনুষ্ঠানে সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, ‘আপনাদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে আমার পক্ষে যা যা করা সম্ভব, সব কিছু করব। এসময় তিনি ধারারগাঁও-হালুয়ারঘাট সেতু, চলতি নদীর উপর সেতু এবং দোয়ারাবাজার উপজেলায় মুক্তিযোদ্ধা সেতু নির্মাণে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানের সহায়তা কামনা করেন।’
সুনামগঞ্জ-১ (তাহিরপুর-ধর্মপাশা-জামালগঞ্জ-মধ্যনগর) আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন বলেন, ‘উচিত ছিলো আপনাদেরকে সংবর্ধনা দেয়া। কারণ আপনারাই দেশ স্বাধীন করেছেন। না হলে আমরা আজ এখানে দাঁড়াতে পারতাম না। কিন্তু দুঃখের বিষয় আমার এলাকায় কিছু মুক্তিযোদ্ধা জামাত বিএনপির সাথে হাত মিলিয়েছেন। আপনাদের কাছে অনুরোধ তাদের সঠিক পথে ফিরিয়ে আনুন।’
সুনামগঞ্জ- ৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন, ‘আপনারা আমাদের স্বাধীন দেশ দিয়েছেন, এখন আবার সংবর্ধনাও দিচ্ছেন। আপনাদের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। এবারের নির্বাচনে আমার পক্ষে প্রতিটি গ্রামে নির্বাচনী প্রচারণা করেছেন মুক্তিযোদ্ধারা। ১৯৭০ এর নির্বাচনের মতো আমাদের মহাবিজয় দিয়েছেন। এজন্য অন্তরের অন্ত:স্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলার সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আসাদ উল্লাহ সরকার, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আতাউর রহমান, বিশ্বম্ভরপুর উপজেলার সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আকতার উদ্দিন, দোয়ারাবাজার উপজেলার সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা সফর আলী, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আলী আমজদ, সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার নুরুল মোমেন, দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান।
আলোচনা সভা শেষে মুক্তিযোদ্ধারা সংবর্ধিত অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এরপূর্বে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান সহ সংসদ সদস্যগণ। ১ কোটি ৮৭ লক্ষ ৩২ হাজার ৮শত ৬১ কোটি টাকা ব্যয়ে এই ভবনের নির্মাণ করা হয়েছে।
এদিকে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এবং সংসদ সদস্য অ্যাড পীর ফজলুর রহমান মিসবাহ্কে সংবর্ধনা দিয়েছে সুনামগঞ্জ মহিলা কল্যাণ কেন্দ্র।
বৃহস্পতিবার বেলা ১১ টায় সুনামগঞ্জ মহিলা কল্যাণ কেন্দ্রের সামনের অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান, এমপি এবং সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকার হলিক্রস কলেজের প্রাক্তন সহযোগী অধ্যাপক ও পরিকল্পনামন্ত্রীর সহধর্মিনী জুলেখা মান্নান, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান।
সুনামগঞ্জ মহিলা কল্যাণ কেন্দ্রের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা কল্যাণ কেন্দ্রের সভাপতি নাহিদ আফরোজ সুলতানা।
অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট সুনামগঞ্জ মহিলা কল্যাণ কেন্দ্রকে ৫ লক্ষ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন।
এছাড়াও জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ আগামী এক মাসের মধ্যে সংগঠনের অফিসকে কার্যোপযোগি করার আশ্বাস দেন।
আলোচনা সভা শেষে মহিলা কল্যাণ কেন্দ্রের সভাপতি নাহিদ আফরোজ সুলতানা সংবর্ধিত অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
বিকালে জেলা পরিষদের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি। সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠের এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট।
ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা রঞ্জিত চৌধুরী রাজন ও যুবলীগ নেতা সবুজ কান্তি দাস’র সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন- সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন ও পীর ফজলুর রহমান মিসবাহ্, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার বরকতুল্লাহ্ খান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আপ্তাব উদ্দিন, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান, ঢাকাস্থ সুনামগঞ্জ সমিতির সভাপতি আকবর হোসেন মঞ্জু, জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জুবের আহমদ অপু, জেলা ছাত্রলীগের সভাপতি দীপংকর কান্তি দে প্রমুখ। সংবর্ধনা মঞ্চে পৌর মেয়র নাদের বখ্ত, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুল আবেদীন এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে জেলা পরিষদের পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেওয়া হয় পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানকে।
রাতে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে জেলা আইনজীবী সমিতির নৈশভোজে অংশ নেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com