1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
সুনামগঞ্জে মাতৃমৃত্যু পর্যালোচনা ও তা রোধে করণীয় বিষয়ক কর্মশালা সম্পন্ন - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০:৫০ অপরাহ্ন

সুনামগঞ্জে মাতৃমৃত্যু পর্যালোচনা ও তা রোধে করণীয় বিষয়ক কর্মশালা সম্পন্ন

  • Update Time : সোমবার, ৩০ জুলাই, ২০১৮
  • ২৫৫ Time View

আল-হেলাল,সুনামগঞ্জ : সুনামগঞ্জে সকল নারীপুরুষের সম্মিলিত সচেতনতা ও শোষনমুক্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মধ্যে দিয়ে মাতৃমৃত্যু হ্রাস করার অভিমত ব্যক্ত করা হয়েছে। ৩০ জুলাই সোমবার সকাল ১১টায় সদর উপজেলা মিলনায়তন হলে উপজেলা স্বাস্থ্য ও পবিবার পরিকল্পনা বিভাগ এবং স্বেচ্ছাসেবী সংস্থা কেয়ার জিএসকে সিএইচ ডব্লিউ ইনিশিয়েটিভ এর যৌথ উদ্যোগে আয়োজিত মাতৃমৃত্যু পর্যালোচনা ও তা রোধে করণীয় বিষয়ক কর্মশালায় এ অভিমত ব্যক্ত করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রামপদ রায়ের সভাপতিত্বে ও এনজিও কেয়ার এর জিএসকে সিএইচ ডব্লিউ ইনিশিয়েটিভ এর প্রজেক্ট অফিসার দিলারা তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এমরানুল ইসলাম,জেলা সিভিল সার্জন ডাঃ আশুতোষ দাশ,সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, সদর উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ সিংহ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ আবুল কালাম, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিশ^জিৎ চক্রবর্ত্তী,কুরবাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বরকত,জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোকশেদ আলী,মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল হক,সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুছ সাত্তার ডিলার, রঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই,মোল্লাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল হক, এনজিও সুর্যের হাসি এর ক্লিনিক ম্যানাজার পান্না দে,স্বাস্থ্য পরিদর্শক মোঃ আবুল কালামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগন। সভায় পবিত্র কোরআন তেলাওয়াৎ করেন হাফেজ তৈয়্যিবুর রহমান। গীতা পাঠ করেন বাবু মহীতোষ দাস। কর্মশালায় মাতৃমৃত্যু ও নবজাতকের মৃত্যু অবহিতকরন ফর্ম,মাতৃমৃত্যু পর্যালোচনা ফর্ম ও নবজাতকের মৃত্যু পর্যালোচনা ফর্ম এর সাথে পরিচিতি তুলে ধরা হয়। সভায় ইউপি চেয়ারম্যানরা,প্রাইভেট ক্লিনিকের নামে বাণিজ্যিক স্বাস্থ্যসেবা বন্ধের ব্যবস্থা গ্রহনে পদক্ষেপ নেয়ার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন। সিভিল সার্জন ডাঃ আশুতোষ দাশ বলেন,এখন সুনামগঞ্জের ২৩১টি কমিউনিটি ক্লিনিকের প্রত্যেকটিতে ৬৮ জন সেবাদানকারী সেবা কার্যক্রমে জড়িত। দিরাই উপজেলার কাইমা গ্রামের একটি ক্লিনিকে ৩২৫টি ডেলিভারী হয়েছে। কেয়ারের প্রশিক্ষিত ধাত্রীরা গর্ভবতী মায়েদের নিরাপদ সন্তান প্রসবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি বলেন,মাতৃমৃত্যু রোধে ডেলিভারী হতে হবে প্রাতিষ্ঠানিক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com