1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
সুনামগঞ্জে মিথ্যা মামলা দিয়ে হয়রানির দায়ে নারীকে ২ বছরের কারাদন্ড - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:২৭ অপরাহ্ন

সুনামগঞ্জে মিথ্যা মামলা দিয়ে হয়রানির দায়ে নারীকে ২ বছরের কারাদন্ড

  • Update Time : মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১৮
  • ২১৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::সুনামগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে প্রতিপক্ষের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করায় বিজ্ঞ আদালতের বিচার এক বাদীকে ২ বছরের কারাদণ্ডাদেশের রায় প্রদান করেছেন আদালত।

সোমবার জেলার দোয়ারাবাজার উপজেলার টেংরাটিলা এলাকার উসমান আলীর স্ত্রী রাশিদা বেগমের বিরুদ্ধে ওই রায় প্রদান করেন বিচারক। এ সময় তাঁকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড প্রদানের আদেশ দেয়া হয়।

আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ৭ জানুয়ারি দোয়ারাবাজার উপজেলার টেংরাটিলা এলাকার মৃত মোতালেব মিয়ার ছেলে রাহাত মিয়ার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেন রাশিদা বেগম। ওই মামলায় হারুন মিয়া নামে দোয়ারাবাজার এলাকার আজবপুর গ্রামের আরও এক ব্যক্তিকে আসামি করা হয়। মামলায় আদালত দোয়ারাবাজার থানাকে তদন্তের নির্দেশ দিলে তদন্ত শেষে রাহাত মিয়ার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়।

পরবর্তীতে মামলার বাদী তদন্ত রিপোর্টের ওপর নারাজি দিলে আবারও মামলার তদন্তভার দেয়া হয় সহকারি জজ (দিরাই) আদালতের বিচারক মো. মহিউদ্দিনকে। তদন্ত শেষে তিনিও এই অভিযোগ মিথ্যা বলে প্রমাণ পান। তদন্ত রিপোর্ট আদালতে দাখিল করা হলে ফের তদন্ত রিপোর্টের ওপর মামলার বাদী নারাজি জানান।

এরপর এই মামলা পুনরায় তদন্তের জন্য আদালতের বিচারক দায়িত্ব প্রদান করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও আমল গ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সদর জোন) মোছা. বিলকিছ আক্তারকে। তিনি মামলার তদন্ত করে অভিযুক্ত রাহাত মিয়ার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা প্রমাণ পাওয়ায় আদালতে তদন্ত রিপোর্ট দাখিল করেন। পরবর্তীতে আদালত ২০১৪ সালের ৬ মার্চ মামলাটি খারিজ করে দেন।

পরবর্তীতে ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর রাহাত মিয়া ওই মামলার বাদীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানির অভিযোগ আদালতে মামলা দায়ের করলে শুনানি শেষে সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন রাশিদা বেগমকে ২ বছরের কারাদণ্ডাদেশসহ ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ডের আদেশ প্রদান করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com