1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
সুনামগঞ্জ পৌরসভায় উপনির্বাচনে কোন কেন্দ্রে কত ভোট পেলেন প্রার্থীরা - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৬:৩৫ অপরাহ্ন

সুনামগঞ্জ পৌরসভায় উপনির্বাচনে কোন কেন্দ্রে কত ভোট পেলেন প্রার্থীরা

  • Update Time : শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮
  • ২৮৫ Time View

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ পৌরসভায় উপনির্বাচনে মেয়র পদে বৃহস্পতিবার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এই ভোটযুদ্ধে আ.লীগ মনোনীত প্রার্থী নাদের বখত নৌকা প্রতীকে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। তিনি পেয়েছেন ১৬ হাজার ৩৫২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী দেওয়ান গণিউল সালাদীন পেয়েছেন ৯ হাজার ৪৮৫ ভোট। এছাড়া বিএনপি মনোনীত প্রার্থী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন পেয়েছেন ১৮০৭ ভোট।
জেলা নির্বাচন কার্যালয় জানায়, মোট ২৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও একটি ভোটকেন্দ্রের ভোট বন্ধ রাখা হয়। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ২৮ হাজার ৭২টি। এর মধ্যে বৈধ ভোট ২৭ হাজার ৬৪৪ এবং বাতিলকৃত ভোট ৪২৮টি।
নবীনগরের হাজী আবিদ উল্লা পৌর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান গণিউল সালাদীন মোবাইল ফোন প্রতীকে ৩৬০, বিএনপি প্রার্থী সাজাউর রাজা চৌধুরী সুমন ধানের শীষ প্রতীকে ৩৮ এবং আ.লীগ মনোনীত প্রার্থী নাদের বখত নৌকা প্রতীকে ১৩১৭ ভোট পেয়েছেন।
মোহাম্মদপুরের ব্লু স্কাই একাডেমি কেন্দ্রে স্বতন্ত্রপ্রার্থী দেওয়ান গণিউল সালাদীন ৪৬৬, বিএনপি প্রার্থী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন ৭৩ এবং আ.লীগ মনোনীত প্রার্থী নাদের বখত ৫৫৪ ভোট পেয়েছেন।
ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মেয়র প্রার্থী গণিউল সালাদীন ৩৮১, সাজাউর রাজা চৌধুরী সুমন ৭৪ এবং নাদের বখত ১১১৮ ভোট পেয়েছেন।
হাছননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গণিউল সালাদীন ১৭৮, সাজাউর রাজা সুমন ৪০ এবং নাদের বখত ২৪২ ভোট পেয়েছেন।
ষোলঘর এলাকার জেলা মৎস্য অফিস কেন্দ্রে গণিউল সালাদীন ৮৭, সাজাউর রাজা সুমন ২৬ ও নাদের বখত ৩৭৮ ভোট পেয়েছেন।
ষোলঘরের পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউস কেন্দ্রে গণিউল সালাদীন ১১৮, সাজাউর রাজা সুমন ২৫ ও নাদের বখত ৩৪৯ ভোট পেয়েছেন।
আপ্তাবনগরের হযরত খাদিজাতুল কোবরা (রা.) ইসলামিয়া বালিকা মাদ্রাসা কেন্দ্রে মেয়র প্রার্থী গণিউল সালাদীন ৫৫৪, সাজাউর রাজা সুমন ২৬ ও নাদের বখত ৪৯৫ ভোট পেয়েছেন।
নতুন হাছননগরের আব্দুল আহাদ-সাহিদা চৌধুরী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গণিউল সালাদীন ৯০৭, সাজাউর রাজা সুমন ৭৬ ও নাদের বখত ৮৭৬ ভোট পেয়েছেন।
মোক্তারপাড়ার জাতীয় মহিলা সমিতি কেন্দ্রে গণিউল সালাদীন ১৯১, সাজাউর রাজা সুমন ৩৪ ও নাদের বখত ১১৭২ ভোট পেয়েছেন।
সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গণিউল সালাদীন ২২৮, সাজাউর রাজা সুমন ৪৮ ও নাদের বখত ৪২৬ ভোট পেয়েছেন।
এইচএমপি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গণিউল সালাদীন ২৫১, সাজাউর রাজা সুমন ৫০ ও নাদের বখত ৫৫৫ ভোট পেয়েছেন।
সরকারি মহিলা কলেজ কেন্দ্রে গণিউল সালাদীন ৩৩৪, সাজাউর রাজা সুমন ৪১ ও নাদের বখত ২০৮৭ ভোট পেয়েছেন।
বুলচান্দ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গণিউল সালাদীন ৩৪৬, সাজাউর রাজা সুমন ৩৮ ও নাদের বখত ১২৯৫ ভোট পেয়েছেন।
এদিকে ব্যালট পেপার চুরি ও অবৈধ সিলমারার অভিযোগে দক্ষিণ আরপিননগরের কেবি মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট বন্ধ রাখা হয়। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৩৯৫।
উত্তর আরপিননগর পৌর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেওয়ান গণিউল সালাদীন ২৭৩, দেওয়ান সাজাউর রাজা সুমন ১৬৫ ও নাদের বখত ১৩০৫ ভোট পেয়েছেন।
প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট, জামতলা কেন্দ্রে গণিউল সালাদীন ৪৯, সাজাউর রাজা সুমন ৬২ এবং নাদের বখত ৪২৫ ভোট পেয়েছেন।
লবজান চৌধুরী উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে গণিউল সালাদীন ১২৪০, সাজাউর রাজা সুমন ৭৬, নাদের বখত পেয়েছেন ১০৩ ভোট।
বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গণিউল সালাদীন ৮৪৬, সাজাউর রাজা সুমন ৩০০ এবং নাদের বখত পেয়েছেন ১৫১ ভোট।
বড়পাড়া আব্দুর রহমান পৌর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গণিউল সালাদীন ৭৮৬, সাজাউর রাজা সুমন ২০২ ও নাদের বখত ৪৮০ ভোট পেয়েছেন।
মল্লিকপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মেয়র প্রার্থী গণিউল সালাদীন ৫৩০, সাজাউর রাজা সুমন ১৭৮ এবং নাদের বখত পেয়েছেন ৮১৬ ভোট।
কালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গণিউল সালাদীন ভোট পেয়েছেন ৪৭১টি, দেওয়ান সাজাউর রাজা সুমন ভোট পেয়েছেন ৪৬টি এবং নাদের বখত পেয়েছেন ৫৫৪টি ভোট।
ওয়েজখালি হোসেন বখত ফরিদা বখত সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সংলগ্ন মাদ্রাসা কেন্দ্রে মেয়র প্রার্থী নাদের বখত নৌকা প্রতীকে পেয়েছেন ১০৯৭ ভোট, দেওয়ান গণিউল সালাদীন মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ৪৫৭ ভোট এবং দেওয়ান সাজাউর রাজা সুমন ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ১২৯টি।
জলিলপুর পৌর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান গণিউল সালাদীন পেয়েছেন ৪৩২ ভোট, বিএনপি প্রার্থী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন পেয়েছেন ৬০ ভোট এবং আ.লীগ প্রার্থী নাদের বখত পেয়েছেন ৫৫৭ ভোট।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com