1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
সুনামগঞ্জ পৌরসভা উপ-নির্বাচন:: মেয়র পদের ৩ জনই ব্যবসায়ী, ২ প্রার্থী স্বশিক্ষিত - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০২:৫৫ অপরাহ্ন

সুনামগঞ্জ পৌরসভা উপ-নির্বাচন:: মেয়র পদের ৩ জনই ব্যবসায়ী, ২ প্রার্থী স্বশিক্ষিত

  • Update Time : সোমবার, ১২ মার্চ, ২০১৮
  • ২৩৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক ::::
পৌরসভায় মেয়র পদের উপনির্বাচনে তিন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী স্বশিক্ষিত। অন্যজন স্বতন্ত্র প্রার্থী, তাঁর শিক্ষাগত যোগ্যতা এলএলবি। তিনজনই ব্যবসায়ী। আয়ের দিক থেকে এগিয়ে আছেন বিএনপির প্রার্থী। তবে তিনজনের কারোর বিরুদ্ধেই কোনো মামলা নেই। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া প্রার্থীদের হলফনামা থেকে এই তথ্য জানা গেছে।
আওয়ামী লীগের প্রার্থী নাদের বখত হলফনামায় শিক্ষাগত যোগ্যতার কলামে স্বশিক্ষিত বলে উল্লেখ করেছেন। নাদের বখতের বছরে আয় ২ লাখ ৬০ হাজার টাকা। তাঁর অস্থাবর সম্পদ আছে ৬ লাখ ৩২ হাজার টাকার। এর মধ্যে হাতে নগদ আছে ৩ লাখ ৮০ হাজার টাকা। ব্যাংকে ২ হাজার টাকা। ইলেক্ট্রনিক সমাগ্রি, আসবাবপত্র ও অন্যান্য মিলিয়ে আরও ২ লাখ ৫০ হাজার টাকার অস্থাবর সম্পদ আছে। স্থাবর সম্পদ হিসেবে কৃষি জমি ১ দশমিক ২৮ একর এবং যৌথ মালিকানায় একটি আধাপাকা দালান রয়েছে। তাঁর কোনো দেনা নেই।
বিএনপির প্রার্থী দেওয়ান সাজাউর রাজা চৌধুরীও হলফনামায় স্বশিক্ষিত বলে উল্লেখ করেছেন। তাঁর বছরে আয় ৬ লাখ ৫ হাজার ৮৩৩ টাকা। অস্থাবর সম্পদের পরিমাণ ৯ লাখ ৩৭ হাজার ৫১৬ টাকা। এর মধ্যে হাতে নগদ আছে ৩ লাখ টাকা, ব্যাংকে ৩৭ হাজার ৫১৬ টাকা, ইলেক্ট্রনিক সমাগ্রি, আসবাবপত্রসহ অন্যান্য মিলিয়ে আরও ৪ লাখ টাকার অস্থাবর সম্পদ আছে। তাঁর সব স্থাবর সম্পদ যৌথ মালিকানায়। এর মধ্যে কৃষি জমি ২৪ একর, বাণিজ্যিক প্রতিষ্ঠান জোয়াহের রাজা ট্রেড সেন্টার, বাড়ি আধাপাকা দালান, শহরের হাসননগর এবং সার্কিট হাউজের পাশে দুতলা বাণিজিক ভবন (নির্মাণাধীন) রয়েছে। ব্যাংকে তাঁর দেনা আছে ৯৫ লাখ টাকা।
স্বতন্ত্র প্রার্থী দেওয়ান গণিউল সালাদীন শিক্ষাগত যোগ্যতা হিসাবে এলএলবি পাশ লিখেছেন। বার্ষিক আয় তাঁর ৩ লাখ ২০ হাজার টাকা। এর মধ্যে কৃষি থেকে ৭০ হাজার এবং ব্যবসা থেকে ২ লাখ ৫০ হাজার টাকা। তাঁর অস্থাবর সম্পদ আছে ৩৩ লাখ ২৪ হাজার ৩৭৪ টাকার। এর মধ্যে নগদ হাতে আছে ৯৯ হাজার ৩৭৪ টাকা। ব্যাংকে ২৪ লাখ টাকা। গাড়ি, ইলেক্ট্রনিক সমাগ্রি, আসবাবপত্র ও অন্যান্য মিলিয়ে আরও ৮ লাখ ২৫ হাজার টাকার অস্থাবর সম্পদ আছে। স্থাবর সম্পদের মধ্যে কৃষি জমি ৮১ হাজার টাকার, অকৃষি ১৪ লাখ টাকার, বাড়ি ৫০ লাখ টাকার। ব্যাংকে তাঁর দেনা আছে ৯৯ লাখ টাকা।
সুনামগঞ্জ পৌরসভার মেয়র মো. আয়ূব বখত জগলুল গত ১ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর গত ১৯ ফেব্রুয়ারি উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, ভোটগ্রহণ হবে আগামি ২৯ মার্চ। সুনামগঞ্জ পৌরসভায় এবার মোট ভোটার ৪২ হাজার ৩২২ জন। এর মধ্যে পুরুষ ২১ হাজার ১৪৯, নারী ২১ হাজার ১৭৩ জন।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী নাদের বখত সুনামগঞ্জ পৌরসভার প্রয়াত মেয়র মো. আয়ূব বখত জগলুলের ছোট ভাই। স্বতন্ত্র প্রার্থী গণিউল সালাদীন ও বিএনপির প্রার্থী সাজাউর রাজা চৌধুরী দুজনই মরমি কবি হাসন রাজার প্রপৌত্র। তাঁরা সম্পর্কে চাচাতো ভাই।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল মোতালেব বলেছেন, আমরা তফসিল অনুযায়ী ভোট গ্রহণের প্রস্তুতি নিচ্ছি। সব প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে কার্যক্রম পরিচালনার জন্য বলা হয়েছে। এখন পর্যন্ত কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
সুনামগঞ্জ পৌরসভায় সর্বশেষ ২০১৫ সালের ৩০ ডিসেম্বর ভোট হয়। এ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন আয়ূব বখত জগলুল। তিনি পেয়েছিলেন ১৪ হাজার ৮৪৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী দেওয়ান গণিউল সালাদীন। তিনি পেয়েছিলেন ১০ হাজার ৪৮৬ ভোট। তৃতীয়স্থানে ছিলেন বিএনপির প্রার্থী মো. শেরগুল আহমেদ। তিনি পেয়েছিলেন ২ হাজার ৪১৪ ভোট।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com