1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
সৈয়দপুর যুবপরিষদ নর্থইষ্ট ইউকের নতুন কমিটির অভিষেক - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:৩০ পূর্বাহ্ন

সৈয়দপুর যুবপরিষদ নর্থইষ্ট ইউকের নতুন কমিটির অভিষেক

  • Update Time : বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫
  • ৩৯৮ Time View

আমিনুল হক ওয়েছ লন্ডন থেকে:-সৈয়দপুর যুবপরিষদ নর্থইষ্ট ইউকে ২০১৫ ইং নবগিঠিত কমিটীর অভিষেক সান্ডারল্যান্ড বাংলাদেশী কমিউনিটি সেন্টার মঙ্গলবার দিবাগত রাত ১২:৩০ অনুষ্টিত হয়। উক্ত অনুষ্টানে নতুন কমিটির অভিষেক পর্ব পরিচালনা করেন মো: শাহীন আহমদ,সৈয়দ জিয়াউল ইসলাম,সৈয়দ মারজানুল হক,মল্লিক শহীদ মিয়া, মস্তাক কোরেশী এবং দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতিত্ব করেন মো : মকসুদ কোরেশী ও পরিচালনা করেন,সাধারন সম্পাদক সৈয়দ হুমায়ূন রশীদ, কুরআন তেলেওয়াত করেন সৈয়দ জাবেদ আলী, অতিথিবৃন্দের মাধ্যমে নতুন কমিটিকে ফুলের তোড়া দিয়ে বরন করে নেওয়া হয়। উক্ত অনুষ্টানে যুক্তরাজ্যে বসবাসরত প্রত্যাক শহর থেকে ঐতিহ্যবাহী সৈয়দপুরের সর্বস্তরের সৈয়দপুর বাসী যোগ দিয়ে অনুষ্টানকে এক মিলন মেলায় পরিনত করে যা প্রবাসের ইতিহাসে এটাই প্রথম। বক্তারা বলেন, ৪০ বৎসরেও এমন মিলন মেলা দেখেন নাই, সৈয়দপুর যুবপরিষদ নর্থইষ্ট ইউকে ঐক্যের ডাক দিয়েছে, তাই শিকরের টানে আমরা এসেছি, আমরা অনেক পিছিয়ে রয়েছি, এখন আর বসে থাকার সময় নেই, যুবকরা ডাক দিয়েছে, এখনই এগিয়ে যাবার সময় । অতীত বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে অনেক আলোচনা করেছেন, যাদের উদ্যোগে এত বড় বিশাল সমাবেশ তাদের প্রশংসা করে বলেন, আমরা যা করতে পারি নি, তা তোমরা করতে পারবে, তাই যুক্তরাজ্যের সবাইকে নিয়ে ইউকে কমিটি গঠন করে এগিয়ে চল, জয় হোক সৈয়দ পুর যুবপরিষদ নর্থইষ্ট ইউকের। বক্তব্য রাখেন, সৈয়দ ছালিক মিয়া, শেখ মুকিত মিয়া,মল্লিক শাকু ওয়াদুদ, সৈয়দ মুজিবুর রহমান, মো: তারিফ আহমদ, সৈয়দ সাদেক আহমদ, সৈয়দ শাহেদ মেম্বার, মো: ওয়াদুদ, মো: বদরুল ইসলাম, সৈয়দ জয়নুল হক, মো শাহ আজম কো:, ওমর মেহদী রুনু,, মো: সাজিদুর রহমান, সৈয়দ আবু মুছা আহছান, মো : জাবিছ আহমদ জিম্মাদার, মো: কুকন ,সৈয়দ শাহেদ ইমরান, সৈয়দ জিয়া শহীদ, মল্লিক ওয়াহিদ মিয়া, সৈয়দ জামিল, সৈয়দ জাবের, মো: ছাদিক মিয়া, মো: সাইদুর, সৈয়দ কামরুল, সাংবাদিক সারওয়ার কবির , সাংবাদিক কাইয়ুম, মো: শেলু কো:, সৈয়দ জহর, সৈয়দ সাব্বির, সৈয়দ তারেক, মো: রফিক, সৈয়দ সুমন, সৈয়দ মইনুল, সৈয়দ শিশু, সৈয়দ সুহেল আহমদ, মো: সুয়াইব আহমদ সুহেল, সৈয়দ সরকুম, সৈয়দ হাছন আলী, সৈয়দ রাহিন, সৈয়দ আলিফ, প্রমুখ। সৈয়দপুর যুবপরিষদ নর্থইষ্ট ইউকের কমিটির অভিবাবক হিসাবে যারা ছিলেন, তারা হলেন, সৈয়দ মনজুরুল হক তালহা, শেখ ছোট মিয়া, মো: আবুল কালাম ও সৈয়দ মইনুল ইসলাম। যাদের অক্লান্ত পরিশ্রমে সৈয়দপুর যুবপরিষদ গঠিত হয়েছে, তারা হচ্ছেন, মো: শাহীন, আহমদ, সৈয়দ জয়নুল হক, সৈয়দ জিয়াউল ইসলাম, মল্লিক শহীদ মিয়া, সৈয়দ আবু মুছা আহছান,মো: ফখরুল ইসলাম, মল্লিক শেকুল আহমদ, সৈয়দ মারজানুল হক, মো: মস্তাক কো:, সৈয়দ লোকমান হোসেন চৌ:, সৈয়দ আজমান আলী, সৈয়দ জাকির হোসেন, মো: মকসুদ মিয়া কো:,সৈয়দ শরিফ আহমদ,সৈয়দ হুমায়ুন রশীদ, মো: তুহেল আহমদ, সৈয়দ মারহানুল হক, সৈয়দ ছানা,সৈয়দ নাইম আহমদ, সৈয়দ জামাল মিয়া, সৈয়দ আরজু মিয়া, সৈয়দ তোফায়েল আহমদ,সৈয়দ রোম্মান আলী, সৈয়দ জাবেদ আলী, মল্লিক শামীম, মল্লিক শেলু, সৈয়দ কমর উদ্দীন, মো; খলিল, মো: শায়ের আহমদ, সৈয়দ জয়েদ, সৈয়দ লালসাদ, সৈয়দ আক্কাছ, সৈয়দ আশরাফ, মো: মাছুম, সৈয়দ মাছুম, সৈয়দ সুলেমান, সৈয়দ সাদাদ হোসেন, এবং সাবেক সৈয়দপুর যুবপরিষদ সিলেটের সদস্যবৃন্দ। অনুষ্টান শেষে সৈয়দপুরের যারা আজ জীবিত নেই, তাদের আত্বার মাগফিরাত কামনা করে এবং যুবপরিষদের উত্তোরোত্তর শুভ কামনা করে দোয়া করেন সৈয়দ আক্কাছ মিয়া।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com