1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে জগন্নাথপুর শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন - জগন্নাথপুর টুয়েন্টিফোর
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম:

স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে জগন্নাথপুর শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০১৫
  • ৫২৬ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে জগন্নাথপুর শহীদ মিনারে নেমেছিল মানুষের ঢল। দেশমাতৃকাকে শত্রুমুক্ত করতে যারা অকাতরে নিজের জীবন বিলিয়ে দিয়েছিলেন সেই সব সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে ফুল হাতে এসেছিলেন সকল বয়েসী মানুষ। সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধায় শহীদ মিনারের বেদী ঢেকে যায় ফুলে ফুলে। শহীদ মিনারে আসা লোকজনের মুখে ছিল যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়।
স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দেয়া উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় শ্রদ্ধা নিবেদন।
তারপর একে একে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযোদ্ধা সংসদ,জগন্নাথপুর পৌরসভা,জগন্নাথপুর থানা,উপজেলা ও পৌর আওয়ামীলীগ,জগন্নাথপুর প্রেসক্লাব,শাহজালাল মহাবিদ্যালয়, ্রজগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম,উদীচী শিল্পীগোষ্টি,নন গেজেটেড কমচারী ক্লাব,বাজার বণিক সমিতি, ডাক বাংলারোড ব্যবসায়ীবৃন্দ, হোটেল শ্রমিকলীগসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা। এসময় শহীদ মিনারে উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ,ইউএনও মোহাম্মদ হুমায়ুন কবির, ওসি আসাদুজ্জামান, ওসি তদন্ত খান মোহাম্মদ মাইনুল জাকির, উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার,শাহজালাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এম এ মতিন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,মতিউর রহমান, আব্দুল জব্বার, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সহ-সভাপতি তাজউদ্দিন আহমদ,জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম সম্পাদক অমিত দেব, বাতা সম্পাদক আলী আহমদ,ওয়েব মাষ্টার অরূপ সরকার, যুবলীগ নেতা,শশী কান্ত গোপ, মাছুম আ্হমদ,ছাত্রলীগ নেতা সানী রায়, অনন্ত গোপ,সজীব রায় প্রমুখ। শহীদ মিনারে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন,শহীদদের প্রতি এক মিনিট নিরবতা পালন করার আহ্বান জানিয়ে স্বাধীনতা দিবসের দিনব্যাপী অনুষ্টানমালায় সবাইকে অংশ নিতে আহ্ববান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com