1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
হবিগঞ্জে চোরাই মোটরসাইকেল বিক্রিকালে আটক -৫ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম:

হবিগঞ্জে চোরাই মোটরসাইকেল বিক্রিকালে আটক -৫

  • Update Time : বুধবার, ৮ মে, ২০১৯
  • ৪১৩ Time View
জগন্নাথপুর২৪ ডেস্ক ::
ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাস ফিন্ড এলাকা থেকে দুইটি চোরাই মোটরসাইকেল বেচাকেনাকালে  ইউপি চেয়ারম্যানপুত্রসহ ৫ জনকে আটক করেছে ডিবি পুলিশ। এদের সহযোগী আরেকজন পালিয়ে গেছে। বুধবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।  আটককৃতরা সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এর আগে মঙ্গলবার রাতে এসআই ইকবাল বাহারসহ একদল ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটককৃতরা হচ্ছে- শ্রীমঙ্গল উপজেলার আঐ গ্রামের বাসিন্দা ভুনবীর ইউপি’র বর্তমান চেয়ারম্যান মো. চেরাগ আলীর পুত্র  ফয়সল আহমেদ (২৮), পৌরশহরের গুহ রোডের বাসিন্দা  সিরাজুল ইসলাম সেলুর ছেলে মিনহাজুল ইসলাম আবি (২৪), শহরের শান্তিবাগ আবাসিক এলাকার কবির হোসেন খানের ছেলে জুনায়েদ আহমেদ (২৮), খলিলপুর গ্রামের আবুল কালামের ছেলে জাহিদ হাসান সাকিব (২৫), কালিঘাট রোডের বাসিন্দা শামীম আক্তার হোসেন মিন্টু’র ছেলে রায়হান হোসেন আপন (২৪)। এ ঘটনায় হবিগঞ্জ ডিবির এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ডিবি পুলিশ জানায়, বাহুবল উপজেলার রশিদপুর গ্যাস ফিল্ড এলাকায় গ্রেপ্তারকৃতরাসহ ৬ জন ৩টি চোরাই মোটরসাইকেল বেচাকেনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ডিবির একটি দল উল্লেখিত স্থানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ৬ চোরাকারবারী দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ডিবি পুলিশ তাদের ধাওয়া করে ৫ জনকে আটক করতে সক্ষম হয়। তাদের অপর সহযোগী আকিবুর রহমান পাপ্পু পালিয়ে গেছে। এ সময় ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com