1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
হাওরের কাজে কোন ধরনের গাফিলতি সহ্য করা হবে না: জেলা প্রশাসক - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:৪৭ অপরাহ্ন

হাওরের কাজে কোন ধরনের গাফিলতি সহ্য করা হবে না: জেলা প্রশাসক

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০১৭
  • ১৯৬ Time View

স্টাফ রিপোর্টার
পাউবোর কাবিটা প্রকল্প বাস্তবায়নে জেলা তদারকি কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম বলেন,‘হাওরের বোরো ফসল রক্ষা বাঁধ মেরামত, নদী ও খাল খনন কাজে কোন ধরনের গাফিলতি সহ্য করা হবে না। কাবিটার নতুন নীতিমালা অনুযায়ী সঠিকভাবেই সকল কাজ সম্পন্ন করতে হবে। যে কোন মূল্যে কাজ বাস্তবায়ন করতে হবে। পাউবোর কর্মকর্তাদের কারণে উদ্বুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হলে দায় তাদের। আমাদের ঘাড়ে কোন দায় নেব না। তবে সবাইকে সাথে নিয়েই সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন করতে চাই। ’
গতকাল বুধবার দুপুরে হাওরে পাউবোর ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত, নদী-খাল পুনঃখনের জন্য স্কিম প্রস্তুত ও বাস্তবায়নের লক্ষ্যে পাউবোর কাবিটা প্রকল্প বাস্তবায়ন জেলা তদারকি কমিটির প্রথম সভায় এসব কথা বলেন তিনি।
এছাড়াও সভায় তিনি পাউবোর আওতাধীন সুনামগঞ্জের চলমান নদী খনন প্রকল্পে সঠিকভাবে কাজ ও মাটি ফেলার বিষয়ে বলেন,‘ খননকৃত মাটি পরিকল্পিতভাবে ফেলতে হবে। যাতে ওই মাটি প্রয়োজনে বাঁধের কাজে ব্যবহার করা যায়। সকল খনন প্রকল্পে কাজের বিবরণ, বরাদ্দসহ তথ্য স্থানীয় জনগণকে অবগত করতে সাইনবোর্ড টানানোর নির্দেশ দেন।
জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা কমিটির সদস্যসচিব পাউবো-২ সুনামগঞ্জ অফিসের নির্বাহী প্রকৌশলী মো. শাহীনুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজজামান, জেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উপ পরিচালক মো. জাহেদুল হক, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার, জেলা ত্রাণ কর্মকর্তা মাহবুবুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা শংকর রঞ্জন দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হারুন অর রশিদ, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান,জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ, ছাতকের উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছির উল্লাহ খান, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস, পাউবোর উপ বিভাগীয় প্রকৌশলী রঞ্জন কুমার দাস, অনিক সাহা, সমাজসেবক নুরুর রব চৌধুরী, ব্র্যাকের জেলা প্রতিনিধি মো. মনিরুজ্জামান, দৈনিক আমাদেরসময়ের জেলা প্রতিনিধি বিন্দু তালুকদার, হাওর উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধি আবুল কালাম আজাদ, এলজিইডির হিলিপ প্রকল্পের প্রকৌশলী মজিবুর রহমান ও আরমান রশিদ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com