1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
ইসাকপুর উচ্চ বিদ্যালয়ে বির্তক প্রতিযোগীতা ও সংবর্ধনা অনুষ্ঠিত - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:৪৯ অপরাহ্ন

ইসাকপুর উচ্চ বিদ্যালয়ে বির্তক প্রতিযোগীতা ও সংবর্ধনা অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ১৯ মার্চ, ২০১৮
  • ৬০৮ Time View

স্টাফ রিপোর্টার:বিজয়ের আন্দদে মুক্তির মিছিলে জ্বলে উঠুক যুক্তির জয়গান শ্লোগানে ইসাকপুর উচ্চ বিদ্যালয়ে বৃটিশ হাই হাই কমিশনের অর্থায়নে ও এফআইভিডিব বাস্তবায়নআন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ বদরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও বর্ষীয়ান রাজনীতিবিদ সিদ্দিক আহমেদ।বিতর্ক অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন বাংলা টিভির সিলেট বুর‍্যো প্রধান বিশিষ্ট সাংবাদিক ও উপস্থাপক আবু তালেব মুরাদ। বিচারকের দায়িত্বে ছিলেন অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইকবাল হোসেন আনা,সিলেটের ডাক পত্রিকার সিনিয়র রিপোর্টার কাউসার চৌধুরী,মিরপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃআমির হামজা, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা নুরুন্নাহার,সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাব্বির আহমেদ চৌধুরী।বিতর্কের বিষয় ছিল “অনিরাপদ অভিবাসনই টেকসই উন্নয়নের প্রধান অন্তরায়”।বিতর্কে বিজয়ী হয় বিপক্ষ দল ও শ্রেষ্ট বক্তা নির্বাচিত হয় পক্ষ দলের দলনেতা শরিফা জাহান।পক্ষ দলে বিতার্কিক ছিলেন শরিফা জাহান,খাদিজাতুল কুবরা,সাঈমা তালুকদার জেলী,নাবিলা বেগম,অমিত সরকার।বিপক্ষদলে বুশরা বেগম,ছানিয়া বিনতে মরিয়ম,শেখ বুরাক,মাশকুরা আক্তার,মহি উদ্দিন।উক্ত অনুষ্ঠানে অংশগ্রহনণকারীরা অনিরাপদ অভিবাসন টেকশই উন্নয়নের প্রধান অন্তরায় এই বিষয়ের উপর বিস্তর আলোচনা করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য ইরা মিয়া,বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুজ জাহের,পরিচালনা কমিটির সদস্য এম এম সুহেল,এফআইভিডিবি’র প্রজেক্ট ম্যানেজার সফিকুর রহমান,আবু বকর পারভেজ প্রমুখ।
বিতর্ক প্রতিযোগিতা শেষে দুরন্ত থিয়েটারের পক্ষ থেকে নিরাপদ অভিবাসনের উপর একটি নাটিকা উপস্থাপন করা হয়।পরে চ্যাম্পিয়ন,রানার আপ ও শ্রেষ্ঠ বিতার্কিকের হাতে পুরস্কার তোলে দেন প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিরা।

এদিকে সকালে বিদ্যালয় মাঠে,ব্র‍্যাক,এটিএন বাংলা ও ডিবেট ফর ডেমোক্রেসির যৌথ আয়োজনে অনুষ্ঠিত ৯ম জাতীয় বিতর্ক বিকাশ গ্র‍্যান্ড ফাইনালে ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয় রানার আপ হওয়ায় অংশগ্রহণকারী বিতার্কিকদের সংবর্ধনা প্রদান করা হয়। বিদ্যালয়ের সভাপতি মোঃ বদরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও বর্ষীয়ান রাজনীতিবিদ সিদ্দিক আহমদ।বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওঃ জালাল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইকবাল হোসেন আনা,মিরপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আমির হামজা,সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা নুরুন্নাহার,সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাব্বির আহমেদ চৌধুরী,ক্রীড়াবিদ শাহ মআহফুজুল করিম,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এম এম সুহেল।এছাড়াও উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য ইরা মিয়া,বিশিষ্ট মুরুব্বি হাজী আলা মিয়া,ইসহাকপুর সরকারী প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল চন্দ্র সরকার,জলাল মিয়া,কমিটির সদস্য আফিজ উল্লাহ,অভিভাবক সাজিদুর রিহমান সাজু,সাবেক শিক্ষানুরাগী সদস্য শাহিনুর রহমান,সোনাইম খান,ফরুখ মিয়া প্রমুখ।সংবর্ধনা অনুষ্ঠানে আর্থিক সহযোগিতা করেন ইসহাকপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com