স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুরের হাওরের বোরো ফসলরক্ষা বেড়িবাঁধের ২৬টি প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম।
আজ বৃহস্পতিবার দিনভর ইউএনও মাহফুজুল আলম মাসুম নলুয়া হাওরের ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫ ও ২৬নং প্রকল্পের কাজ পরিদর্শন করেন। এসব প্রকল্পের কয়েকটি বাঁধে কম্পেকশন ও স্লোপের কাজ সন্তোষজনক হয়নি। এজন্যে দ্রুত সব কাজ নীতিমালা অনুযায়ী শেষ করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিদর্শনকালে কয়েকটি বাঁধের কম্পেকশন ও স্লোপের মান আশানুরূপ না থাকায় দ্রুত সময়ের মধ্যে নীতিমালা অনুয়ায়ী সঠিকভাবে কাজ শেষ করার জন্য নির্দেশন প্রদান করা হয়েছে ।
Leave a Reply