1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন

হাওরপাড়ে খেলাঘরের সচেতনতা কার্যক্রম

  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২০

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সবধরণের প্রচারণা ও সতর্কবার্তা দিলেও সুনামগঞ্জর তাহিরপুর উপজলার হাওরপাড়রের কয়কটি বাজার লোক সমাবশ থামছনা না। দুর্গম হাওরাঞ্চল হওয়ায় এসব অঞ্চল প্রশাসনিক নজরদারিও কঠিন। এমন দুইটি বাজার হছে হালির হাওরপাড়ের পন্ডবু ও টাঙ্গুয়ার হাওরপাড়ের সুলমান পুর বাজার। এ কারণ আজ সামবার দুপুর সুলমানপুর বাজাের খেলাঘর আসর তাহিরপুর উপজলার কর্মীরা জনসচতনতা বাড়াত প্রচার চালিয়ছন। সাথে সাথে বাজার এলাকায় জীবাণুনাশক স্প্রে করা হয়েেছ। এছাড়াও উপজলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নর শ্রীপুর গ্রামর সামনর অ¯ায়ী বাজার ও ঠাকুরহাটি জামে মসজিদ জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। উপজলা প্রশাসনর সা সমন্বয় করে এবং উপজলা নির্বাহী কর্মকর্তা বিজন ব্যানার্জীর পরামর্শ ও সহযাগীতায় এ কার্যক্রম চলছ। এ কার্যক্রম উপস্হিত ছিলেন খেলাঘর আসর উপজলা সভাপতি গোলাম সরাোয়ার লিটন, সহসভাপতি হাসাইন তফিক, নাজমুস সাকিব অভি, ইয়াসির আরাফাত অপু, খলাঘরর সদস্য মনসুর আম্বিয়া, মাহিন আহমদ ও আশাদুজ্জামান লিংকন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com