1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
রোগ প্রতিষেধক পবিত্র আয়াত - জগন্নাথপুর টুয়েন্টিফোর
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০:৩১ অপরাহ্ন

রোগ প্রতিষেধক পবিত্র আয়াত

  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৪১ Time View

এমন দুটি মেডিসিনের কথা কোরআনে বর্ণিত যেটির অজানা তথ্য দিয়েছে আধুনিক বিজ্ঞান। কোরআন শুধু পড়ে রেখে দেয়ার কিতাব নয়- এটি চিকিৎসার ওষুধও বটে। সূরা বনি ইসরাইলের ৮২নং আয়াতে আল্লাহতায়ালা বলেন,

অর্থাৎ- আমি নাজিল করেছি কোরআন, যা বিশ্বাসীদের জন্য সুচিকিৎসা ও দয়া কিন্তু তা সীমালঙ্ঘনকারীদের ক্ষতিই বৃদ্ধি করে।

এবার বলছি সূরা ত্বীনের অলৌকিক তথ্য ও উপাত্তের কথা।

শপথ! ডুমুর ও জয়তুন বৃক্ষের।

ত্বীন ফলের উৎপত্তি ও সায়েন্সের স্বীকৃতি।

ডুমুর হল এমন ফল যে ফলের মাধ্যমে পৃথিবীর প্রথম কৃষিকাজ শুরু হয়। আর এটি উৎপাদিত হয়েছিল পবিত্র ফিলিস্তিন ভূমিতে। সম্প্রতি বিজ্ঞান মাটির নিচে, শুকনো ত্বীন ফলের যে ফসিল পেয়েছেন সেটি ছিল ১০ হাজার বছর আগের।

আরও অবাক হওয়া তথ্য হল, ১০ হাজার বছর আগে আদি মানব হজরত আদম (আ.) আগমন করেছিলেন। বুঝা যায়, এটি আদম (আ.)-এর যুগ থেকে উৎপন্ন হয়ে আসছে।

এ ডুমুর ফলটির সম্পর্কে রাসূল (সা.) বলেছিলেন, এটি খাও- কারণ এতে অনেক রোগের ওষুধ রয়েছে।

জয়তুন বৃক্ষ- এ বৃক্ষকে ইহুদি ও নাসারারাও উপাসনা করে। আবার এটিকে যুদ্ধের শান্তির প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। বিশ্বনবীর আগেও এ বৃক্ষকে বিভিন্ন নবীরা মিসওয়াক হিসেবে ব্যবহার করতেন।

আজকের চিকিৎসা বিজ্ঞান জয়তুন বৃক্ষকে অনেক রোগের প্রতিষেধক এবং বার্ধক্যের সীমান্তে যৌবনের রূপ ধরে রাখতে এ ফলকে তারা বেশ প্রাধান্য দিয়েছে। বিশ্বনবী (সা.)-এর ফর্মুলার দিকে তাকালে দেখা যায়- তিনি বলেন, আগের নারীরা এ বরকতময় গাছের ফল ও তেল ব্যবহার করতেন এবং গাছের ডালকে মিসওয়াক বানাতেন। (আল মুজামুল আওসাত)।

অন্য এক বর্ণনায় বলেন, তোমরা তেল খাও এবং মালিশ কর কারণ এটি বরকত ও প্রাচুর্যময় গাছের তেল। (তিরমিজি ১৮৫১)।

জয়তুন ফলটির কথা কোরআনে ৭ বার এসেছে। ৬ বার নামসহ উল্লেখ করে সপ্তমবারে আল্লাহতায়ালা কোথায় পাওয়া যাবে- সেটিও বলে দিয়েছেন। সূরা মুমিন ২০নং আয়াতে।
লেখক : আতিক আল মাসউদ
শিক্ষার্থী, আবুতোরাব ফাজিল মাদ্রাসা

সৌজন্যে যুগান্তর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com