1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
ইসহাকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আর নেই শিক্ষক সমাজে শোকের ছায়া - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০১:১০ পূর্বাহ্ন

ইসহাকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আর নেই শিক্ষক সমাজে শোকের ছায়া

  • Update Time : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ৮২৪ Time View

স্টাফ রিপোর্টার- সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর সভার ইসহাকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুজ জাহের(৫৫) আর নেই। (ইন্না-লিল্লাহী ওয়া ইলাহা ইল্লাহি রাজিউন।) শনিবার  বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি সমস্যা সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী তিন মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগাহী রেখে গেছেন। তাঁর বাড়ি বরিশালের মেহেদীগঞ্জ উপজেলায়। তিনি দীর্ঘদিন ধরে ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। একাধিকবার উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয়ের স্বীকৃতি এনে দিয়েছেন ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়কে। ইসহাকপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করছেন জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক হাজের আলী, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ ছমির উদ্দিন সাধারণ সম্পাদক অধ্যক্ষ সৈয়দ রেজওয়ান আহমেদ,সহ সভাপতি অধ্যক্ষ মইনুল ইসলাম পারভেজ, পাটলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির হোসেন,মীরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হামজা, রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ  সফাত উল্যাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাব্বির আহমদ, কেশবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফররুখ আহমদ,আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুসবান নূর, অরুণোদয় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির আলী, এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিবানন্দ কুমার দাশ, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোহিত, ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আকমল খান, বদরুল ইসলাম, সদস্য সুহেল মিয়া, শিক্ষক ছালিক মিয়া চৌধুরী, সাইফুল ইসলাম রিপন, কাজল বণিক, এমরান আলী,সাইদুর রহমান, রাসেল আহমদ প্রমুখ শোক প্রকাশকারীরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।  প্রতিভাবান এ গুনি শিক্ষকের অকাল প্রয়ানে শিক্ষক সমাজে শোকের ছায়া নেমে আসে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর মরদেহ গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com