নিজস্ব প্রতিবেদক – জগন্নাথপুরের সন্তান

প্রাবন্ধিক ও গল্পকার পার্থ তালুকদার রচিত ‘লোকধারার সন্ধানে’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে জিন্দাবাজারস্থ বাতিঘর মিলনায়তনে এ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আলোচকরা বলেছেন, বাংলা সাহিত্যে লোকধারা একটি সমৃদ্ধ শাখা। এর যথাযথ বিকাশ ও চর্চা প্রয়োজন। লোকসাহিত্য নিয়ে গবেষণায় এগিয়ে সবাইকে আসতে হবে। বিশ্ববিদ্যালয়সহ মূল ধারার শিক্ষা ব্যবস্থায় লোকসাহিত্য ও সংস্কৃতিকে যুক্ত করতে হবে।

 

একই সাথে তারা আরো বলেন, তরুণ প্রজন্মকে নিজেদের শেকড় এর সাথে পরিচয় করিয়ে দিতে লোক চর্চার কোনো বিকল্প নেই। সে লক্ষ্যে লোকসাহিত্যের ভাণ্ডারে’লোকধারার সন্ধানে’বইটি অনন্য একটি সংযোজন। এসব গ্রন্থ পঠন-পাঠনের মধ্য দিয়েই মনোজগতের উৎকর্ষতা সাধিত হয়।

চৈতন্য প্রকাশনী এ অনুষ্ঠানের আয়োজন করে।

সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আনোয়ার হোসেন রনির সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত আলোচক হিসাবে বক্তব্য রাখেন- লেখক, গবেষক কবি ড. মোস্তাক আহমাদ দীন ও লেখক, সংগঠক প্রণবকান্তি দেব।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- রূপালী ব্যাংক এর উপ মহা ব্যবস্থাপক নোমান মিয়া, মোঃ ফজলুল হক এবং এজিএম মোঃ আশরাফ হোসেন।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- চৈতন্য প্রকাশনীর স্বত্তাধীকারি রাজীব চৌধুরী। কবি সঞ্জয় নাথ সঞ্জুর উপস্থাপনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শামসুল আলম সেলিম, সিলেট সরকারী মহিলা কলেজের সহযোগী অধ্যাপক বিমান বিহারি রায়, সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুনুর রশীদ জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধুসুধন ধর। এছাড়াও লেখক প্রতিক্রিয়া ব্যক্ত করেন পার্থ তালুকদার।

অনুষ্ঠানে সিলেটের সাহিত্য -সংস্কৃতি অঙ্গনের পাশাপাশি বিভিন্ন পেশার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সঙ্গীত পরিবেশন করেন বাউল বশির উদ্দিন সরকার। লেখক পার্থ তালুকদার জগন্নাথপুর উপজেলার মেঘারকান্দি গ্রামের শিক্ষক প্রমথেশ দাশের ছেলে।তাঁর দাদা কাশিনাথ দাশ তালুকদার একজন বিখ্যাত সাধক কবি। তিনি ব্যাংকার হিসেবে চাকুরীর পাশাপাশি নিয়মিত লেখালেখি চালিয়ে যাচ্ছেন।