1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
প্রথম ব্রিটিশ বাংলাদেশী এভারেস্টজয়ী জগন্নাথপুরের আকি রহমান - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:১৮ অপরাহ্ন

প্রথম ব্রিটিশ বাংলাদেশী এভারেস্টজয়ী জগন্নাথপুরের আকি রহমান

  • Update Time : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ১৫৩৮ Time View

জুয়েল আহমদ-
হিমালয়েরে সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জীবনে একবার জয় করাটা পর্বতারোহীদের জন্য আজীবনের স্বপ্ন। আর এই স্বপ্ন পূরনের সাথে সাথে প্রথম ব্রিটিশ মুসলিম এভারেস্টজয়ীর তালিকায় নাম লেখান বাংলাদেশি বংশোদ্ভূত পর্বতারোহী আখলাকুর রহমান ওরফে আকি রহমান।
গতকাল শুক্রবার নেপালের স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে তিনি এভারেস্টের চূড়ায় পৌঁছান।
বিষয়টি মাউন্ট এভারেস্টের শেরপারা (গাইড) আকি রহমানের ছোট ভাই জিয়াউর রহমানকে নিশ্চিত করেছেন। এখবরে সন্ধ্যায় স্বজনদের উদ্যাগে চলে মিষ্টি বিতরণ।

জানা গেছে গত ১১ এপ্রিল আকি রহমান মাউন্ট এভারেস্ট জয়ের লক্ষে যুক্তরাজ্য থেকে নেপালে যাত্রা করেন। পরে ১৪ এপ্রিল তিনি এভারেস্টের ক্যাম্পে যোগদেন পর্বতারোহী আকি রহমান। সেখানে তাঁর গাইডদের নির্দেশনা অনুযায়ী মিশন শুরু করেন এবং শুক্রবার হিমালয়েরে সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়ের মধ্যদিয়ে আকি রহমান প্রথম ব্রিটিশ মুসলিম এভারেস্ট বিজয়ী হিসেবে ইতিহাসে নাম লেখান। 

আখলাকুর রহমান আকি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী মরহুম হাজি ইছকন্দর আলীর ছেলে। তিনি বিশ্বজুড়ে পর্বতারোহী আকি রহমান নামেই পরিচিত।

পরিবার সূত্রে জানা গেছে, আকি রহমান এক এক করে ছোটবড় বেশ কয়েকটি পর্বতশৃঙ্গে আরোহণ করে অভিজ্ঞতা অর্জনের ধারাবাহিতায় ২০২০ সালের জুলাই মাসে আফ্রিকার তানজিনিয়ার সবচেয়ে উঁচু পর্বত, যার উচ্চতা ৫ হাজার ৮৯৫ মিটার এবং মাউন্ট কিলিমানজারো জয় করে প্রথম সাফল্য অর্জন করেন তিনি।

এরপর ফ্রান্সের সবচেয়ে উঁচু পর্বত ৪ হাজার ৮১০ মিটার মন্ট ব্লাংক, যা মাউন্ট এভারেস্টের চেয়ে মাত্র ৩৮ মিটার ব্যবধান ওই পর্বতটিও জয় করেন। 

একই বছরের অক্টোবরে তৃতীয়বার ২৪ ঘণ্টায় জয়ের চ্যালেঞ্জ নিয়ে রাশিয়া ও ইউরোপের মধ্যে সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এলব্রস, যার উচ্চতা ৫ হাজার ৬৪২ মিটার, তা মাত্র ৮ ঘণ্টায় আরোহণ করে বিজয়ী হন। এর পাশাপাশি রাশিয়ার কারবাদিনো-বলকারিয়াও জয় করেন আকি রহমান। এরপর ২০২১ সালে নেপালে অবস্থিত পৃথিবীর সবচেয়ে কঠিনতম পর্বত হিমালয় আমাদা ব্ল্যাম জয় করেন তিনি। যার উচ্চতা ৬ হাজার ৮৫৬ মিটার।

এদিকে, বাংলাদেশি বংশোদ্ভূত পর্বতারোহী আকি রহমানের এ জয়ে তাঁর নিজ উপজেলা জগন্নাথপুরে আনন্দের জোয়ার বইছে। অনেকে আবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ব স্ব আইডি থেকে অভিনন্দন জানিয়ে পোষ্ট করছেন। এছাড়াও আত্মীয়-স্বজনরা একে অপরকে মিষ্টি মুখ করান।

এভারেস্ট জয়ী আকি রহমানের খালাত ভাই জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই এলাকার বাসিন্দা সামিনুর রহমান ভূঁইয়া বলেন, আকি ভাইয়ের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন আজ পূরণ হয়েছে। সেই সাথে তিনি প্রথম ব্রিটিশ মুসলিম এভারেস্ট বিজয়ী হয়েছেন। যা আমাদের জগন্নাথপুর তথা দেশবাসীর জন্য গর্বের ও আনন্দের। এই আনন্দ উপভোগ করতে মিষ্টি বিতরণ করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com