1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
বিপর্যস্ত জগন্নাথপুরবাসী.নিত্যপণের অগ্নিমূল্য - জগন্নাথপুর টুয়েন্টিফোর
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৪:৩৮ অপরাহ্ন

বিপর্যস্ত জগন্নাথপুরবাসী.নিত্যপণের অগ্নিমূল্য

  • Update Time : বুধবার, ২২ জুন, ২০২২
  • ৭৫৬ Time View

স্টাফ রিপোর্টার::
স্বরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত সুনামগঞ্জের  জগন্নাথপুরবাসী। যোগাযোগ, বিদ্যুৎ ব্যবস্থা, খাবার পানি তীব্র সংকট দেখা দিয়েছে। এছাড়া খাদ্যদ্রব্যের অগ্নিমূল্যে দিশেহারা হয়ে পড়ছেন মানুষজন। আশ্রয় কেন্দ্রগুলোতে ত্রাণের জন্য চলছে হাহাকার।

পানি বাড়ার সঙ্গে সঙ্গে, ১২৫০ টাকার গ্যাস সিলিন্ডার ২ হাজার থেকে ২৫০০ টাকা মূল্যে কিছু অসাধু ব্যবসায়ীরা বিক্রি করছেন। এছাড়া মোমবাতি, নিত্যপ্রযোজনীয় জিনিসপত্রের মধ্যে পেয়াঁজ বিক্রি হচ্ছে ৬০ টাকা থেকে ১০০ টাকা, ২০ টাকার মূল্যের আলু ৩৫ থেকে ৫০ টাকা, ডাল ১২০ থেকে ১৫০, চিড়া ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার সৈয়দপুর গ্রামের বাসিন্দা রেজুওয়ান কোরেশী জানান, পুরো সৈয়দপুর গ্রামে পানিতে তলিয়ে গেছে। মানুষ চরম দুভোর্গে আছেন। এরমধ্যে গ্যাস সিলিন্ডার ২৫০ টাকা. পেঁয়াজ ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম জানান, একটি পৌরসভা ও ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলার বন্যা পরিস্থিত চরমে। পানি ধীরে ধীরে কমলেও দুর্ভোগ আছেন লোকজন। আমরা ত্রান সহায়তা পৌছে নিতে কাজ করছি।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com