স্টাফ রিপোর্টার – সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ সভাপতি সৈয়দ আবুল কাশেম বন্যা দূর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণের ধারাবাহিকতার অংশ হিসেবে রোববার বিকেলে তিনি আশারকান্দি ইউনিয়নে ত্রাণ বিতরণ করেন। জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ আবুল কাশেম বলেন, ইউনিয়নের দেড় শতাধিক হতদরিদ্র মানুষের মধ্যে তিনি খাদ্য সহায়তা প্রদান করেন। পর্যায়ক্রমে জগন্নাথপুর পৌর সভা ও সবকটি ইউনিয়নে তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে ত্রাণ বিতরণ করবেন। ত্রাণ বিতরণ কালে আওয়ামী লীগ নেতা তৌরিছ আলী মাষ্টার, সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসরাইল মিয়া,যুবলীগ নেতা দিলদার হোসেন সহ
স্হানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।