স্টাফ রিপোর্টার-৪৯তম জাতীয় গ্রীষ্মকালীন স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া প্রতিযোগিতার দুইদিন ব্যাপী উপজেলা পর্যায়ে ফুটবল খেলা স্থানীয় ভবের বাজার মাঠে আজ শুক্রবার সম্পন্ন হয়েছে । খেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০ টি দল অংশগ্রহণ করে । তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা ষড়পল্লী স্কুল এন্ড কলেজের বিরুদ্ধে ২-০গোলে চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে । খেলা শেষে উপজেলা পর্যায়ে ফুটবল খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গুলজার আহমদের সভাপতিত্বে ও সদস্য আটপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজল বনিকের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হামজা, ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বদরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খেলা পরিচালনা কমিটির সদস্য ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা শিক্ষক সাইফুল ইসলাম রিপন । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খেলা পরিচালনা কমিটির সদস্য স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দন্নুর আহমদ, শ্রীরামসি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাফর আলম, এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলাম, ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাসেল আহমেদ, পাইলগাঁও ব্রজনাথ উচ্চ বিদ্যালয়ের সহকারী জহিরুল ইসলাম প্রমুখ । খেলা
শেষে চ্যাম্পিয়ন দল ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা ও রানার্সআপ দল ষড়পল্লী স্কুল এন্ড কলেজকে ট্রফি ও মেডেল তুলে দেন অতিথিরা।