স্টাফ রিপোর্টার-
জগন্নাথপুর উপজেলা ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবী আলহাজ্ব এম এ আহাদ(৭০) ওরপে আব্দুল আহাদ আজ লন্ডনে ইন্তেকাল করেছেন। ইন্নাল্লিলাহি…..রাজিউন। তিনি জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের বাসিন্দা। গ্রামে একটি এতিমখানা পরিচালনার পাশাপাশি গ্রামের বাড়িতে একটি মহিলা কলেজ প্রতিষ্ঠার উদ্যাগ নিয়ে কাজ শুরু করে ছিলেন। উপজেলার বিভিন্ন শিক্ষামুলক কাজে তার অবদান রয়েছে। ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের রিসোর্স সেন্টার বাস্তবায়নেও তিনি অগ্রনি ভূমিকা পালন করেন। সমাজ সেবী আব্দুল আহাদ সিলেট হার্ট ফাউন্ডেশন,সিলেট ডায়বেটিস হাসপাতাল সহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত। বৈশ্বক মহামারী করোনা ভাইরাস সংক্রমণ দেখা দিলে জন্মভূমি জগন্নাথপুরের সাধারণ মানুষের কথা চিন্তা করে তার অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সরবরাহের ব্যবস্হা করা হয়। বিনয়ী দানশীল সমাজসেবক শিক্ষানুরাগী আবদুল আহাদ এর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
বিস্তারিত আসছে।
Leave a Reply