স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে ছাগল বাঁচাতে গিয়ে সিএনজি চালিত একটি অটোরিকশা উল্টে চালকসহ ৩ জন গুরুতর আহত হয়েছে। আজ শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১১টার দিকে পাগলা জগন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর পৌর এলাকার হবিবনগর নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান,উপজেলার রানীগঞ্জ বাজার এলাকা থেকে জগন্নাথপুর সদরে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিকশা হবিবনগর এলাকায় পৌছামাত্র সড়কে থাকা একটি ছাগল বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। এতে গুরুতর আহত সিএনজি চালক সাকির মিয়া (২২), যিশু দাস (৪০) কে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং অপর আহত আশুতোষ দাশ (৬৮) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরিবিভাগের চিকিৎসক ডা. দিলোয়ারা জানান, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনের মধ্যে দুইজনকে সিলেট ওসমানি হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এবং অপর আহতকে আমরা চিকিৎসা দিচ্ছি।
Leave a Reply