জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে এক পাষ- স্বামী গলা কেটে স্ত্রীকে খুন করেছে। শুক্রবার ভীমখালী ইউনিয়নের ফেকুল মাহমুদপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। খুন হওয়া গৃহবধূ ঐ গ্রামের গোলাম জিলানীর মেয়ে সামিয়া বেগম (২০)। খুনি মো. জালাল উদ্দিন (২২) সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ইচ্ছারচর গ্রামের আব্দুস সোবহানের ছেলে। এ ব্যাপারে জামালগঞ্জ থানায় একটি মামলা (নম্বর ৮, তারিখ ৩১ অক্টোবর ২০২০ই) করা হয়েছে।
নিহতের স্বজন ও গ্রামবাসী জানান, ৯ মাস আগে জালাল উদ্দিনের সাথে বিয়ে হয় সামিয়া বেগমের। বিয়ের কয়েক মাস পর স্ত্রীর স্বর্ণালঙ্কার বিক্রি করে দেন স্বামী জালাল উদ্দিন। এ নিয়ে দু’জনের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ চলে আসছিল। এর জের ধরে স্ত্রী সামিয়াকে মারপিট করতেন স্বামী জালাল। একপর্যায়ে স্বামীর
নির্যাতন সহ্য করতে না পেরে গত ২৪ অক্টোবর সামিয়া মা রওশন আরার সাথে বাবার বাড়িতে চলে আসেন। শুক্রবার সন্ধ্যায় স্ত্রীকে বাড়ি নিতে শ্বশুরালয়ে আসেন খুনী জালাল উদ্দিন। সামিয়া স্বামীর বাড়ি যেতে অনীহা প্রকাশ করে। এক পর্যায়ে আত্মীয়-স্বজনের পরামর্শে স্বামীর সাথে শ্বশুর বাড়ি যেতে রাজি হয় সে। রাত দেড়টায় দা দিয়ে স্ত্রীকে কুপিয়ে জখম করে জালাল। আহত সামিয়ার আত্মচিৎকারে ঘরের সবাই সজাগ হলে তারা খুনির হাতে দা দেখতে পান। মেয়েটির গলাসহ সারা শরীরে দায়ের কোপ দেখে ভয় পেয়ে যান স্বজনরা। আশপাশের লোকজন আসতে থাকলে জালাল দৌড়ে পালানোর চেষ্টা করে। কিন্তু হাওরে মাছ ধরতে থাকা জেলেরা তাকে ধরে পুলিশে সোপর্দ করে।
মারাত্মক আহত অবস্থায় স্বজনেরা সামিয়াকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জামালগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাইফুল আলম বলেন, আসামী জালাল উদ্দিনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply