স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর-বিট্রিশ বাংলা-এডুকেশন ট্রাষ্ট্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাধী আব্দুল আহাদের স্বরণে শনিবার (৩১ অক্টোবর) ১১ ঘটিকার সময় স্থানীয় নয়াবন্দর বাজারে জহিরপুর-তাজপুর-নয়াবন্দর এলাকাবাসীর উদ্যোগে শোকসভা অনুষ্টিত হয়েছে। এলাকার প্রবীন ব্যক্তি আলহাজ্জ্ব আব্দুল হান্নান এর সভাপতিত্বে ও মইনুল ইসলাম এবং বাবুল খাঁন মুন্নার যৌথ এতে প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন আশারকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কবি দীনুল ইসলাম বাবুল, স্থানীয় ইউনিয়ন পরিষদের তে য়ারম্যান শাহ আবু ঈমাসী , নয়াবন্দর স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মতিউর রহমান , আব্দুস সামাদ রাণা মিয়া , নিউ নেশন একাডেমীর প্রিন্সিপাল মাওলানা আব্দুল হক, আজিজুর রাজা চৌধুরী আনা, মইনুল ইসলাম,,পারভেজ চৌধুরী, সোহেল খাঁন টুনু , ফারুক কবিরী প্রমুখ।
Leave a Reply