স্টাফ রিপোর্টার-
জগন্নাথপুর উপজেলা শ্রমিকলীগের কমিটি গঠন করা হয়েছে। জগন্নাথপুর গ্রামের বাসিন্দা আওয়ামী লীগ নেতা নুরুল হক কে সভাপতি ও ইকড়ছই গ্রামের বাসিন্দা ব্যবসায়ী জাহির উদ্দিন কে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন, রব্বানী মিয়া(হবিবপুর)শাহ আব্দুর রাজ্জাক,(ইকড়ছই) রেজাউল করিম ইয়ায়র,(দাউড়াই)বশির আহমেদ আলফু,(লুদরপুর)শরিফ হোসেন শিপন,(ইকড়ছই)হাবিবুর রহমান,(জগন্নাথপুর বিদ্যুৎ অফিস) তৈয়ব আলী (ইকড়ছই)।
সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগ সভাপতি মোঃ সেলিম আহমেদ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুবিন আজ রোববার তিন মাসের জন্য আহ্বায়ক কমিটি অনুমোদন দেন।
Leave a Reply