জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জ সদর উপজেলার মাইজবাড়ী পূর্বপাড়ায় নিজের বাড়ির সামনে থেকে বস্তা দিয়ে ঢেকে রাখা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। খুন হওয়া যুবকের নাম ঝুনু মিয়া (৩৩)। বৃহস্পতিবার সকালে পুলিশ এই যুবকের লাশ উদ্ধার করেছে। মৃতদেহের গলায় আঘাতের চিহৃ রয়েছে।
পুলিশ ও গ্রামবাসী জানান, নিহত ঝুনু মিয়ার বড় ভাইয়ের ছেলে বেশি অসুস্থ হওয়ায় বুধবার রাতে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ায় হয়। শিশুটির অবস্থা আশংকাজনক হওয়ায় রাতেই চিকিৎসকরা তাকে সিলেট ওসমানী মেডকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
অসুস্থ শিশুটিকে সিলেটে যাওয়ার সব ব্যবস্থা করে রাতেই সে বাড়ির ফেরার উদ্দেশ্য রওনা হন ঝুনু মিয়া। রাতে বাড়িতে না ফেরায় সকালে পরিবারের লোকজন তাকে খুঁজাখুজি করতে থাকেন। এক পর্যায়ে বাড়ির সামনের পূর্বদিকে বস্তায় ডাকা লাশ দেখতে পায়।
নিহতের মা আনোয়ারা বেগম আহাজারী করে বলছিলেন, আমার ছেলেকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে, আমি ছেলের খুনির ফাঁসি চাই।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান (বিপিএম) তিনি জানান, ঘটনাটি খুবই দু:খ জনক, কে বা কারা তাকে হত্যা করেছে এখনো বুঝা যায় নি, লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে, খুনের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।
Leave a Reply