সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জগন্নাথপুর পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, পৌর সভার মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া,উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত মুসলেহ উদ্দিন আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মধুসূদন ধর,পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক,রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হক,শিক্ষক সাইফুল ইসলাম রিপন প্রমুখ সভায় ব্যাটারি চালিত অবৈধ যানবাহন চলাচল নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
Leave a Reply