স্টাফ রিপোর্টার-সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবজাতক কন্যা সন্তান কে ফেলে রেখে পালিয়ে যাওয়া মা-বাবার সন্ধান পাওয়া যায়নি। ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কতৃপক্ষ নবজাতক শিশুটিকে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সিলেট সমাজসেবার শিশু নিবাসে পাঠানো হয়েছে।
আজ সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে সিলেট পাঠানো হয়।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সমাজসেবা অধিদপ্তরের উপজেলা কার্যালয় সূত্র জানায়, শনিবার বিকেলে অন্তঃসত্ত্বা স্ত্রী সাইদা বেগমকে নিয়ে উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রামের ফারুক মিয়া পরিচয়ে একজন হাসপাতালে যান। বিকেলে ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম হয়। নবজাতককে হাসপাতালে ভর্তি রেখে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছিল। একপর্যায়ে সন্ধ্যার দিকে শিশুটির মা–বাবা তাকে হাসপাতালে রেখে পালিয়ে যান।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধুসূদন ধর জানান,
হাসপাতালে ভর্তির সময় দেওয়া তথ্যে যোগাযোগ করে এই নামের কোনো দম্পতির খোঁজ পাওয়া যায়নি। বিষয়টি আমরা জগন্নাথপুর থানা পুলিশ ও সমাজসেবা অধিদপ্তরকে লিখিতভাবে জানালে সমাজসেবা অধিদপ্তর শিশুটির দায়িত্ব নেয়। আজ শিশুটিকে তাদের কাছে হস্তান্তর করেছি।
জগন্নাথপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা দিলাল হোসেন বলেন,শিশুটিকে সমাজসেবা অধিদপ্তরের সিলেট শিশু নিবাসে পাঠানো হয়েছে। জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, পালিয়ে যাওয়া দম্পতির খোঁজ মিলেনি। ধারণা করা হচ্ছে বিবাহ বহিভূত অবৈধ সম্পর্কের কারণে হয়তো এধরণের ঘটনা ঘটেছে।
Leave a Reply