স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর পৌরসভার নব নির্বাচিত মেয়র মিজানুর রশিদ ভূঁইয়াকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে পৌরসভার ৯নং ওয়ার্ডের পশ্চিম ভবানীপুর এলাকাবাসির উদ্যোগে ও আদর্শ সমাজ কল্যাণ যুব সংঘের আয়োজনে নতুন মেয়রকে সংবর্ধনা দেয়া হয়। এউপলক্ষে পশ্চিম ভবানীপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে আদর্শ সমাজ কল্যাণ যুব সংঘের উপদেষ্টা আব্দুল হাসিমের সভাপতিত্বে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ। সংবর্ধিত অতিথির বক্তব্য দেন পৌর মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, যুগ্ন সম্পাদক লুৎফুর রহমান,জগন্নাথপুর বাজার বনিক সমিতিরি সভাপতি আফছর উদ্দিন ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আদর্শ সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি আনোয়ার হোসাইন আনহার। অন্যদের মধ্যে বক্তব্য দেন শিক্ষক মনিরুল ইসলাম মনির, নারী কাউন্সিলর ফারজানা ইয়াসমিন, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মঈনুদ্দিন মিয়া প্রমুখ।
পরে সংবর্ধিত অতিথিকে ক্রেষ্ট প্রদান করা হয়।
Leave a Reply