স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্যাংক এশিয়া’র ২১তম বর্ষপূতি অনুষ্ঠান পালন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার ( ১ ডিসেম্বর) সকাল ১০ টায় জগন্নাথপুর উপজেলা পরিষদের রাধারমণ মিলনায়তনে ব্যাংক এশিয়া জগন্নাথপুর উপজেলা শাখার আয়েজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংক এশিয়া জগন্নাথপুর শাখার ব্যবস্থাপক আশিষ কুমার সরকারের সভাপতিত্বে ও শাখার সহকারি কর্মকর্তা রবিউল করিমের পরিচালনায় একে প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান। বিশেষ অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, সমাজসেবা কর্মকর্তা বিলাল হোসেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহকারী প্রোগ্রামার আশিষ চক্রবর্তী দুর্যোগ ও এান অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম।অন্যদের মধ্যে বক্তব্য দেন এজেন্সি উদ্দ্যোক্তা নিজামুল হক, অরূপ সরকার, সিন্দুমনি সরকার, সৈয়দ মুস্তাক আহমদ, রুমেন আহমেদ, হাসানুজ্জান আলী নুর, মনির আহমেদ,শাহ আল বেলাল, আলাউদ্দিন প্রমুখ।পরে হতদরিদ্র ছয়টি পরিবারের মধ্যে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি, লবণ, ১ কেজি, ১ কেজি চিনি, ১ লিটার তেলসহ সাবান, হলুদ, মরিছ, মাক্স বিতরণ করা হয়।
এরপর কেক কেটে দিসবটি উদযাপন করা হয়েছে।
Leave a Reply