স্টাফ রিপোর্টার-
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কালেক্টিভ ইন্প্যক্ট ফর নিউট্রিশন ইনিশিয়েটিভ কেয়ার বাংলাদেশের আয়োজনে সন্মিলিত প্রচেষ্টা সবার জন্য পুষ্টি শ্লোগানে পুষ্টি সমন্বয় কমিটির প্রকল্প সমাপনী সভা আজ বুধবার উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান এর সভাপতিত্বে এতে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধুসূদন ধর,জেলা পুষ্টি সমন্বয় কমিটির টেকনিক্যাল কর্মকর্তা হাসানুজ্জামান, উপজেলা টেকনিক্যাল কর্মকর্তা আলাউদ্দিন হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন,জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হাশিম প্রমুখ সভায় প্রকল্পের জগন্নাথপুর উপজেলার অগ্রগতি প্রতিবেদনসহ প্রকল্পের কার্যক্রম তুলে ধরা হয়। এছাড়াও প্রকল্পের মেয়াদ বাড়ানোর দাবি জানানোর পাশাপাশি প্রকল্পের কার্যক্রম অব্যাহত রাখতে উপজেলা মাসিক সাধারণ সভায় আলোচনার সিদ্ধান্ত হয়।
Like this:
Like Loading...
Related
Leave a Reply