স্টাফ রিপোর্টার- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের পঞ্চগ্রাম প্রবাসী উন্নয়ন ফোরামের উদ্যোগে দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের মধ্যে পাঞ্জাবি পায়জামা, ধর্মীয় বই ও বৃক্ষ বিতরণ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার দুপুরে পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের হল রুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুহিত এর সভাপতিত্বে ও সংগঠনের অর্থ সম্পাদক মিনহাজ আফ্রিদির পরিচালনায় বক্তব্য রাখেন চিলাউড়া হলদিপুর ইউপি চেয়ারম্যান আরশ মিয়া, রানীগঞ্জ কলেজের অধ্যক্ষ আলাউর রহমান ঠাকুর, প্রভাষক মিসলুর রহমান,জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি শংকর রায়, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি হাজী আলাউদ্দিন, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অধীর রঞ্জন দাস,বেতাউকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, জুম্মান আহমদ, ফয়জুল হক প্রমুখ।
সভায় ৫০ জন গরীব ও অসহায় ছাত্রের মধ্যে ধর্মীয় বই ও পাঞ্জাবি ,পায়জামা বিতরণ করা হয়। এসময় ক্যান্সার আক্রান্ত অত্র বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী জেনিয়া বেগমকে সংগঠনের পক্ষ থেকে চিকিৎসার জন্য নগদ ৫৪ হাজার টাকা প্রদান করা হয় এবং বিদ্যালয় প্রাঙ্গনে গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।
Leave a Reply