জগন্নাথপুর২৪ ডেস্ক::
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় মুক্তিযোদ্ধা ও পরিবারবর্গকে একটি করে ছাতা দেওয়া হয়েছে। ছাতাগুলো বাংলাদেশের পতাকার রঙে অর্থাৎ লাল-সবুজ রঙের।
আজ সোমবার দুপুরে এ লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, নারী ভাইস ফারজানা বেগম. উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মধু সুধন ধর, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, প্রেস ক্লাব সভাপতি শংকর রায়সহ অনেকে।
ইউএনও মেহেদী হাসান বলেন, জেলা প্রশাসনের পক্ষে থেকে জগন্নাথপুরের ১৪৬ জন বীর মুক্তিযোদ্ধাকে একটি করে ছাতা দেওয়া হচ্ছে। আজ পাঁচজন মুক্তিযোদ্ধাকে ছাতা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্যরা পাবেন।
Leave a Reply