জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশন থেকে ২ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় পুরাতন বাসস্টেশন এলাকায় একজন বাসযাত্রীকে জোর পূর্বক মোটর সাইকেলে ওঠানোর সময় পুলিশ এদের আটক করে। আটক ২ ছিনতাইকারী হলো শহরের উত্তর আরফিন নগরের বাসিন্দা মো. ইফতার উদ্দিনের ছেলে মো. সামু (২৪) ও মহিবুর রহমানের ছেলে মো. রবিন (২২)।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে শহরে চুরি ও ছিনতাইয়ের সঙ্গে যুক্ত এই দুই তরুণ।
পুলিশের জেলা বিশেষ শাখার সদস্য রফিকুল ইসলাম জানান, তার প্লাটিনা মোটর সাইকেল ৩ মাস আগে চুরি যায়। চুরির সময় সিসি টিভির ফুটেজে ২ জনকে দেখতে পান তিনি। মঙ্গলবার আটক এই ২ ছিনতাইকারীর সঙ্গে মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত ফুটেজের মিল রয়েছে বলে জানান পুলিশের বিশেষ শাখার এই সদস্য। তিনি দাবি করেন, এই ২ জনই তার মোটর সাইকেল চুরি করেছে।
জামালগঞ্জের বাসিন্দা মো. জসিম জানান, মঙ্গলবার সন্ধ্যায় শহরের পুরাতন বাসস্টেশনে আসার পর এই ২ বখাটে তরুণ জোর করে তাকে মোটর সাইকেলে ওঠানোর চেষ্টা করে। তিনি যেতে রাজি না হওয়ায় তারা টেনে নিয়ে যাচ্ছিলো। এতে তার শার্ট ছিড়ে যায়। এক পর্যায়ে দৌড়ে মামুন বাসের কাউন্টারে প্রবেশ করেন তিনি। পরে পুলিশ এসে ২ ছিনতাইকারীকে আটক করে।
সদর থানার ওসি শহিদুর রহমান বলেন, ওই দুই তরুণ নানা অপরাধের সঙ্গে জড়িত, তাদেরকে শনিবার আদালতে সোপর্দ করা হলে আদালত ২ জনকেই জেল হাজতে পাঠিয়েছেন।
Leave a Reply