স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নে শেফিল্ড মুসলিম (Sheffield Muslim Winter Relief UK) ইউ-কের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ সোমবার ইউনিয়নের হাড়গ্রামে আব্দুল কাদির মিয়া ও মশিউর রহমান মধু’র যৌথ পরিচালনায় বিতরণী কার্যক্রমে হাজী মোমিন উল্লাহ, হুরমত উল্লাহ, জাহিদ উল্লা, আলতাব আলী, শাহাজান মিয়া, আব্দুল গফুর, মাওলানা মোহাম্মদ আশরাফুল ইসলাম, মাওলানা রফিউদ্দিন রফু, শাহ আল বেলাল, মাছুম মিয়া, লায়েক আহমেদসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।পরে হাড়গ্রাম, পাইলগাঁও, সাতা, আলাগদি, তেড়াউতিয়া, মাখরকোনা, রমাপতিপুর, কুবাজপুর, গোতগাঁও, জালালপুর, ঐহাড়দাস, সাধুসাদক, বুধুরপুর, কালনিচর, আচিমপুর, বোরইয়া গ্রামের ৮শতাধিক পরিবারের মধ্যে একটি করে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
Leave a Reply