বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার নির্বাচনে একটি ওয়ার্ডে কাউন্সিলৃর পদে ৮জন প্রার্থী ভোটযুদ্ধে লড়তে যান।
জানা যায়, জগন্নাথপুর পৌরসভার আসন্ন নির্বাচনে গত রবিবার মনোনয়ন দাখিলের শেষ দিনে পৌরসভার ৪নং ওয়ার্ডে ৮জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রার্থীরা হলেন, পৌরসভার হবিবপুর মাঝপাড়ার বাসিন্দা বর্তমান কাউন্সিলর দেলোয়ার হোসাইন, একইপাড়ার বাবুল মিয়া বাবুল, হবিবপুর পশ্চিমপাড়ার সুহেল আমীন, কবির মিয়া, হবিবপুর দক্ষিণপাড়ার বাসিন্দা কামাল উদ্দিন, হবিবপুর আশিঘর এলাকার তাইফুর রহমান নাহিদ, আব্দুল কাইয়ুম বাবর ও ফজর আলী। এদিকে পাড়া মহল্লায় প্রার্থী সংখ্যা সংখ্যা বেশি হওয়ার কারণে ভোটাররা বিপাকে পড়তে পারেন বলে স্থানীয়রা মনে করছেন। তবে একাধিক প্রার্থী মাঠে থাকলে ভোট উৎসব জমজমাট হয়ে ওঠবে, এমন ধারণা অনেকেই।
৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বর্তমান কাউন্সিলর দেলোয়ার হোসেন বলেন, নির্বাচনে প্রার্থী হওয়া প্রতিটি মানুষের গণতান্ত্রিক অধিকার। গত নির্বাচনে ওয়ার্ডবাসী তাদের সুনিশ্চিত ভোটের মাধ্যমে আমাকে নিবার্চিত করেছিলেন। ওয়ার্ডের সার্বিক উন্নয়নে আমি প্রাণপণ চেষ্ঠা করছি। ধারাবারিক উন্নয়নের অসমাপ্ত কাজ সমাপ্তির লক্ষ্যে প্রার্থী হয়েছি। দায়িত্বপালনে ভুলক্রুটি হতে পারে এজন্য তিনি ক্ষমা চেয়েছেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রির্টানিং অফিসার মুজিবুর রহমান বলেন, ৫জন মেয়র প্রার্থী, ৩৯ জন কাউন্সিলর ও সংরক্ষিণ নারী পদে ৯জনসহ মোট ৫৩ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এরমধ্যে পৌরসভার ৪নং ওয়ার্ডের ৮জন প্রার্থী মনোনয়নত্র জমা দিয়েছেন। ওই ওয়ার্ডে প্রায় ৪ হাজার ৭শ’ ভোটার রয়েছেন। আগামী ২২ ডিসেম্বর প্রার্থীদের যাছাই বাছাই অনুষ্ঠিত হবে। ১৬ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে তিনি জানিয়েছেন।
Leave a Reply